ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

পাসের হারে শীর্ষে সিলেট, তলানিতে ময়মনসিংহ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
পাসের হারে শীর্ষে সিলেট, তলানিতে ময়মনসিংহ

ঢাকা: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হারে সবার শীর্ষে রয়েছে সিলেট শিক্ষা বোর্ড। আর তলানিতে ময়মনসিংহ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর বকশি বাজারে ঢাকা শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলনে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার ফলাফলের সার-সংক্ষেপ তুলে ধরেন।

সিলেট বোর্ডে এ বছর পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ, যা সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে পাসের হারে তলানিতে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। বোর্ডটিতে পাসের হার ৬৩ দশমিক ২২ শতাংশ।

গত বছর এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭৩ দশমিক ৭ শতাংশ। সেই হিসেবে এবার পাসের হার প্রায় ১২ শতাংশ বেড়েছে। অন্যদিকে ময়মনসিংহ বোর্ডে ২০২৩ সালে পাসের হার ছিল ৭০ দশমিক ৪৪ শতাংশ। সেই হিসেবে বোর্ডটিতে এবার পাসের হার ৭ শতাংশের বেশি কমেছে।

পাসের হারে সিলেট বোর্ডের পরেই রয়েছে বরিশাল বোর্ড। বরিশালে পাসের হার ৮১ দশমিক ৮৫ শতাংশ। কাছাকাছি অবস্থানে রাজশাহী বোর্ডে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ।

এরপর পাসের হারে পর্যায়ক্রমে রয়েছে ঢাকা বোর্ড ৭৯ দশমিক ২১ শতাংশ, দিনাজপুরে ৭৭ দশমিক ৫৬ শতাংশ, কুমিল্লায় ৭১ দশমিক ১৫ শতাংশ, চট্টগ্রামে ৭০ দশমিক ৩২ শতাংশ, যশোরে ৬৪ দশমিক ২৯ শতাংশ।

আর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি মিলিয়ে ১১টি বোর্ডের হিসাবে পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। এ বোর্ডে আলিম পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৪০ শতাংশ।

এরপরের অবস্থানে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। কারিগরিতে পাসের হার ৮৮ দশমিক ০৯ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এমআইএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।