ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সিলেট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৮৫.৩৯ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
সিলেট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৮৫.৩৯ 

সিলেট: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরিক্ষায় (এইচএসসি) সিলেট বোর্ডে এবার পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ। এ বোর্ডের অধীনে ৮৩ হাজার ১৬৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৭১ হাজার ১২ জন।

আর জিপিএ ৫ পেয়েছেন ৬ হাজার ৬৯৮ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ২ হাজার ৮৬৯ এবং মেয়ে ৩ হাজার ৮২৯ জন।

পরীক্ষায় ছেলেরা ৩৩ হাজার ৮১১ জন অংশ নিয়ে পাস করেছেন ২৮ হাজার ৩৫১ জন এবং মেয়েরা ৪৯ হাজার ৩৫৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪২ হাজার ৬৬১ জন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান প্রফেসার ম. জাকির আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন বোর্ড সচিব চৌধুরী মামুন আকবর, কলেজ পরিদর্শক ড. সৈয়দ মোয়াজেজ্ম হোসেন, স্কুল পরিদর্শক মঈনুল ইসলাম, সিস্টেম অ্যানালিস্টট সরকার ম আতিকুর রহমান, উপ পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবা বাসিত ও শরীফ আহমদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক দ্যিপেশ রঞ্জন দাস ও ফারুক আহমদ, হিসাব রক্ষণ কর্মকর্তা নিহার কান্তি রায় এবং সহকারী বিদ্যালয় পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম।  

বোর্ডের তথ্য মতে, এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৪ দশমিক ৪৪ শতাংশ, মানবিকে পাসের হার ৮৫ দশমিক ৯৭ এবং ব্যবসায় সর্বনিম্ন ৭০ দশমিক ১৩ শতাংশ। বিজ্ঞান বিভাগে ১৫ হাজার ৫৮৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১৪ হাজার ৭১৬ জন, মানবিকে সর্বাধিক ৫৬ হাজার ২০৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪৮ হাজার ৩১৯ জন এবং ব্যবসা শিক্ষায় ১১ হাজার ৩৭৫ জন অংশ নিয়ে পাস করেছেন ৭ হাজার ৯৭৭ জন।

এ বছর বিজ্ঞানি বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৩২৩ জন। এরমধ্যে ছেলে ২ হাজার ৪৪২ জন এবং মেয়ে ২ হাজার ৮৮১ জন। মানবিক বিভাগে ১ হাজার ১২ জন জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ২৯২ এবং মেয়ে ৭২০ জন এবং ব্যবসায় ৩৬৩ জনের মধ্যে ছেলে ১৩৫ এবং মেয়ে ২২৮ জন।  

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল বলেন, এবার শতভাগ পাস করেছে আটটি কলেজ। শতভাগ ফেল এমন কলেজ বোর্ডে নেই।

এবার ফলাফলে সিলেট বোর্ডে এগিয়ে যাওয়ার কারণ হিসেবে আইসিটিতে ভালো ফলাফলের বিষয়টি তুলে ধরেন তিনি।  

তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ৯৪ দশমিক ১৪ পাসের হার। যা শতকরা পাসের হারকে টেনে তুলেছে। তবে বোর্ডের ফলাফল আরও ভালো হতো যদি ব্যবসায় ফলাফল ভালো হতো। বাণিজ্য পাসের হার কম ৭০ দশমিক ৩ শতাংশ। পাসের হার কম হওয়াতে শতভাগ সাফল্যে অন্তরায় হয়েছে। অবশ্য ব্যবসায় অ্যাকাউন্টিংয়ের পরীক্ষা কঠিন হওয়াতে পাসের সূচকে টানে ধরেছে।

তিনি আরও বলেন, এসএসসিতে যেসব বিষয়ে পরীক্ষা হয়নি, সেসব বিষয়ে এসএসসিতে শতভাগ (অটোপাস) নেওয়া হয়েছে। এবার বিষয় মূল্যায়ন করা হয়েছে পুরোপরি অটোপাস নয়।  

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।