ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

ফরিদপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
ফরিদপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত সম্মেলনে কথা বলছেন জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু।

ফরিদপুর: ফরিদপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জেলা ও মহানগর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) ফরিদপুর শহরের ঝিলটুলীতে জেলা বিএনপির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

শাহজাদা খান স্বপনের সভাপতিত্বে এবং রফিকুল ইসলাম রনির সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) সদস্য সচিব ও ডিইএবের মহাসচিব সাখাওয়াত হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি ফরিদপুর জেলা শাখার সভাপতি শামসুদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সবুজ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা মহানগর বিএনপির সদস্যসচিব মিরাজ খান, জেলা যুবদল এর সভাপতি মোহাম্মদ রাজীব হোসেন রাজিব, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সহ-সভাপতি নিশান মাহমুদ ফিরোজ অনিক আহমেদ, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিবলী সাদিক, মহানগর কৃষক দলের সভাপতি মামুনুর রশিদ মামুন ও সদস্য সচিব জহুরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুন রতন ও কেন্দ্রীয় ডিইএব ও কৃষকদল নেতা জাহাঙ্গীর হোসেন ইয়াদসহ জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলের নেতারা ও সাধারণ ডিপ্লোমা প্রকৌশলীরা।  

প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন বলেন, জাতীয়তাবাদী আদর্শের অনুপ্রাণিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একত্রিত হয়ে বৈষম্যহীন সামাজিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সামাজিক মান উন্নয়ন করতে হবে। বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসনব্যবস্থায় দেশ গড়ার হাতিয়ার হিসেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সম্মাননা দিয়েছিলেন।  

বর্তমান দেশের প্রেক্ষাপটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সার্বিক উন্নয়নের স্বার্থে এবং একত্রীকরণে সৈয়দ আদনান হোসেন অনুকে উপদেষ্টা করে ফরিদপুর জেলা ও মহানগর ডিইএব কমিটিতে শাহজাদা খান স্বপন আহ্বায়ক ও শহিদুল হক টুটুলকে সদস্য সচিব এবং মহানগর শাখায় রফিকুল ইসলাম রনিকে আহ্বায়ক ও জিয়াউদ্দিন হিরককে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়। ওই কমিটির নেতাদের জাতীয়তাবাদী আদর্শের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একত্রিত করে অতিসত্ত্বর কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ