ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন নাজমুল আহসান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন নাজমুল আহসান

খুলনা: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. নাজমুল আহসান।

তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের জ্যৈষ্ঠ অধ্যাপক ছিলেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ভাইস চ্যান্সেলর পদে প্রফেসর ড. মো. নাজমুল আহসানের যোগদানের তারিখ থেকে চার বছর নিয়োগের মেয়াদ হবে। তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

এর আগে অপর এক প্রজ্ঞাপনে প্রফেসর ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরীকে ভাইস চ‌্যান্সেলর পদ থেকে অব‌্যাহ‌তি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।