ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সায়েন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা, রোববার থেকে যেতে পারেন গণঅনশনে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
সায়েন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা, রোববার থেকে যেতে পারেন গণঅনশনে

ঢাকা: দিনভর অবরোধের পর বিকেলে ঢাকার সায়েন্সল্যাব মোড় ছেড়েছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।  

তারা জানিয়েছেন, শনিবার (২ নভেম্বর) সংবাদ সম্মেলন করে তারা পরবর্তী কর্মসূচি জানাবেন।

শিক্ষার্থীদের গণঅনশনে যাওয়ার কথা রয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় সায়েন্সল্যাব মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আন্দোলনের সংগঠক আব্দুর রহমান। এরপর অবরোধ তুলে আজকের মতো কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা।

এর আগে দুপুর ১২টায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। এরপর দীর্ঘ পাঁচঘণ্টা এ গুরুত্বপূর্ণ সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।

আব্দুর রহমান বলেন, শনিবার সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। আমরা এতদিন রাজপথে অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছি। রোববার থেকে কিছু শিক্ষার্থী গণঅনশনে যেতে চাইছে। তবে এ কর্মসূচি এখনো চূড়ান্ত নয়। রোববার পর্যন্ত অনলাইনে কার্যক্রম পরিচালিত হবে।

তিনি বলেন, সাত কলেজের দীর্ঘদিনের শোষণের অবসান প্রয়োজন। কোনো আমলাতান্ত্রিক কমিটি দিয়ে সাত কলেজের সমস্যার সমাধান হবে না।

তিনি আরও বলেন, আমরা বলছি না আজই সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করুন। বরং আপনারা শিক্ষক ও শিক্ষার্থীদের সমম্বয়ে একটি রূপান্তর কমিটি গঠন করুন। তারা কয়েকটি মডেল প্রস্তাব করবে। সেখান থেকে শিক্ষার্থীরা সবচেয়ে ভালো মডেলটি নির্বাচন করবে।

আন্দোলনে সবাইকে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। এখানে কেউ দলীয় পরিচয়ে আসবেন না। আর নিষিদ্ধ কোনো সংগঠন যেন আন্দোলনে আসতে না পারে, সেজন্য আমাদের সেচ্ছাসেবীরা সতর্ক রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের ‘মুলো’ দেখাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় কোনো দাবি করলেই তা বাস্তবায়ন হয়ে যায়। সাত কলেজকে ঝুলিয়ে রাখা হয়। আমাদের দাবি মেনে নিন। নইলে আমাদের মেরে ফেলুন। তাহলে আর কেউ আন্দোলনে আসবে না।

দিনভর যানজট, ভোগান্তি
এদিকে আন্দোলনের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে দিনব্যাপী যানজট দেখা গেছে। সায়েন্সল্যাব মোড় অবরোধের কারণে নিউমার্কেট থেকে মিরপুর সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়। এছাড়া নিউ এলিফ্যান্ট রোডের মোড়ে বাঁশ দিয়ে সব যানবাহন ফিরিয়ে দেওয়া হয়। ঝিগাতলাসহ সায়েন্সল্যাব সংযুক্ত অন্যান্য  সড়কেও যানচলাচল ব্যাহত হয়।

যানবাহন না পেয়ে অনেককেই হেঁটে গন্তব্যস্থলে পৌঁছাতে দেখা গেছে। এতে সেসব সড়কে অতিরিক্ত যানবাহনে চাপে যানজট দেখা গেছে।  

অবশ্য শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষার্থীদের রাস্তায় জনদুর্ভোগ তৈরি না করে ধৈর্য ধরার ও নিজ নিজ শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।