ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

৭ কলেজ শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

ইউনিভার্সিটি করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
৭ কলেজ শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ নিয়ে স্বতন্ত্র একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আগামীকাল রোববার ও আগামী সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার (২ নভেম্বর) ঢাকা কলেজের ক্যাফেটেরিয়ার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সংগঠক ও কবি নজরুল ইসলাম সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারি সাগর।

তিনি বলেন, রোববার ও সোমবার সাত কলেজের অভ্যন্তরীণ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীরা একাডেমিক কোনো ক্লাস-পরীক্ষায় অংশ নেবে না। একইসঙ্গে সাত কলেজের সবগুলো ক্যাম্পাসে দাবির পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে এসব কর্মসূচিতে অংশ নেবে।

সংবাদ সম্মেলনে সাগর বলেন, আমরা আমাদের অধিকার আদায়ের মূল দাবি থেকে সরে আসবো না। সাত কলেজের সমন্বয়ে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের যে দাবি, সেটি আমাদের থাকবেই। মন্ত্রণালয় সাত কলেজের বিষয়ে যে কমিটি করেছে, সে কমিটি সাত কলেজের শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সাত কলেজ নিয়ে যেকোনো ধরনের চক্রান্ত প্রতিরোধ, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের অবিবেচক বক্তব্য প্রত্যাহার, কমিটি বাতিল, কমিশন গঠন ও শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। একইসঙ্গে সাত কলেজের সবগুলো ক্যাম্পাসে দাবির পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে এসব কর্মসূচিতে অংশ নেবেন। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।

তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তারা আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই আলাদা প্রশাসনিক ব্যবস্থার কথা বলেছেন। কিন্তু আমরা চেয়েছি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। তাই সে আলোচনায় কোনো সিদ্ধান্ত আসেনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ৭ কলেজের একদল শিক্ষার্থী কিছুদিন ধরে আন্দোলন করছেন। এর আগে তারা সাইন্সল্যাব মোড় অবরোধ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারক দিয়েছেন। শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন। তারা চাচ্ছেন সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে একটি রূপান্তর কমিশন গঠন করা হোক। সে রূপান্তর কমিশন ৩০ দিনের মধ্যে কীভাবে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায়, সে বিষয়ে কয়েকটি মডেল দেবেন। পরে শিক্ষার্থীরা সেখান থেকে একটি মডেল বাছাই করবেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
এফএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।