ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ফরিদপুর সিটি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন শহিদুল ইসলাম বাবুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
ফরিদপুর সিটি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন শহিদুল ইসলাম বাবুল

ফরিদপুর: ফরিদপুর সিটি কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষক দলের সাধারণ সম্পাদক (পদ স্থগিত) শহিদুল ইসলাম বাবুল।

রোববার (০৩ নভেম্বর) তিনি কলেজটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলেজটির নবগঠিত কমিটির সম্মানিত বিদ্যোৎসাহী সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, দাতা সদস্য আব্দুস সালাম বাচ্চু, কলেজের অধ্যক্ষ কাজী আফসার উদ্দিনসহ কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

কলেজটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ শেষে শিক্ষক, কর্মকতা, কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শহিদুল ইসলাম বাবুল। পরে গভর্নিং কমিটির মিটিং এবং জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।