ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

উপাচার্যের আশ্বাসে অনশন স্থগিত করলেন শিক্ষার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
উপাচার্যের আশ্বাসে অনশন স্থগিত করলেন শিক্ষার্থীরা

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যের আশ্বাসে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী সোমবার (১৮ নভেম্বর) পর্যন্ত সময় দিয়ে অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।

তারা শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে উঠে যাওয়ার পর শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল থেকে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে কোটা ব্যবস্থা সংক্রান্ত সিদ্ধান্ত পর্যালোচনার জন্য আগামী শনিবারের (১৬ নভেম্বর) মধ্যে একটি কমিটি গঠন করা হবে এবং গঠিত কমিটি বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনার ভিত্তিতে সুপারিশ করবে। শুক্রবার কোটা ব্যবস্থা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের রাবি উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব এ আশ্বাসই দিয়েছেন। তারা আশা প্রকাশ করছেন যে, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি ভালো সিদ্ধান্তে পৌঁছানো যাবে।

এদিকে আমরণ অনশন স্থগিতের প্রশ্নে রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানুল্লাহ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের আশ্বস্ত করেছেন যে, বর্তমান যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটা আপাতত স্থগিত। আগামী শনিবার তারা একটা রিভিউ কমিটি দেবেন। এ কমিটি আগামী সোমবারের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। তবে যদি সেই সিদ্ধান্ত তাদের দাবির পক্ষে না যায় তখন আবার অনশনে বসবেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কোটায় শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বিবেচনা করা হবে। আর পোষ্য কোটা ১ শতাংশ কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে। এছাড়া শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও খেলোয়াড় কোটার ক্ষেত্রে বহাল থাকছে আগের নিয়মই।

আর এরপর থেকেই পোষ্য কোটাও বাতিলের দাবিতে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন। পরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ও আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন। তারা আলোচনার জন্য শিক্ষার্থীদের আমন্ত্রণও জানান। তবে অনশনরত শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন। এরপর উপাচার্য গিয়ে আশ্বাস দিলে শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেন।

আরও পড়ুন
রাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশন

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।