ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ‘মাস্টারমাইন্ড’ ন্যাশনাল কেস কম্পিটিশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
শাবিপ্রবিতে ‘মাস্টারমাইন্ড’ ন্যাশনাল কেস কম্পিটিশন

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম ক্যারিয়ার ভিত্তিক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’র আয়োজনে মাস্টারমাইন্ড ২.০ ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

উদ্বোধনকালে তিনি বলেন, সাস্ট ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের মেধার বিকাশে কাজ করে যাচ্ছে। যার অংশ হিসেবে সংগঠনটি ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে আসছে। পড়াশোনার পাশাপাশি এসব সৃজনশীল কার্যক্রমে অংশ নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগিতার মনোভাব বাড়াতে সহযোগিতা করবে।

অনুষ্ঠানে জেমিমা জামান সিলিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।  

অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাদমান সাদিক।  

এ সময় কেইস কম্পিটিশন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি। পাশাপাশি ইনোভেটিভ আইডিয়া শেয়ার করা শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানের দ্বিতীয় সিস্টিম প্রেজেন্ট ‘ক্যারিয়ার নোজ নো জেন্ডার’ যার মূল উদ্দেশ্য নারী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার ঘটানো। এ পর্বে বক্তব্য রাখেন আইসিডিআরবি প্রোডাকশন অফিসার তানজিনা তানিয়া, সিনিয়র রিসার্চ অফিসার জেনিফার কাইয়ুম অমি।  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান, সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম, পলিসি এনালিস্ট অ্যান্ড ক্লাস্টার হেড অব ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট মো. আফজাল হোসেন সরওয়ার, জয়েন্ট প্রজেক্ট ডিরেক্টর মোল্লা মিজানুর রহমান প্রমুখ।

এদিকে, গত ২৫ অক্টোবর থেকে এ কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু হয়। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ারা রেজিস্ট্রেশন করতে পারবেন। এ প্রতিযোগিতায় প্রাইজমানি হিসেবে ১ লাখ টাকা ঘোষণা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।