ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

শিক্ষা

পদত্যাগ না করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে তালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
পদত্যাগ না করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে তালা

বরিশাল: আল্টিমেটাম দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের কার্যালয়ের তালা দিয়ে সিলগালা করে দিয়েছেন শিক্ষার্থীরা। একই সাথে তার কক্ষের সামনের নামফলক খুলে ফেলে দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আমি ঘটনাটি শুনেছি। শিক্ষার্থীদের সাথে এ বিষয়টি নিয়ে কথা বলবো।

শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, আমরা ৩৬ দিনের আন্দোলনে নতুন করে স্বাধীনতা পেয়েছি। কিন্তু উপাচার্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনার পরিপন্থি কাজ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিপক্ষের জানিপপের সভাপতি কলিমুল্লা ও তার সিন্ডিকেট বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুনর্বাসনের চেষ্টা করছে। উপাচার্য স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছেন। কোনোভাবেই এ সকল বিষয় মেনে নেওয়া হবে না। তিনি স্ব ইচ্ছায় পদত্যাগ না করলে আরো কঠোর আন্দোলন করা হবে।

এর আগে বুধবার শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সভা করে বৃহস্পতিবার বেলা ১২টার মধ্যে উপাচার্যের পদত্যাগের সময় বেঁধে দেয়। ওই সময়ে মধ্যে তিনি পদত্যাগ করেননি। এরপর শিক্ষার্থীরা উপাচার্যকে স্বৈরাচারের দালাল উল্লেখ করে বিভিন্ন স্লোগান দিয়ে তালা দেয়।

শিক্ষার্থীরা আরো জানান, বর্তমান ভিসি দৃশ্যমান উন্নয়নমূলক কোনো কাজ তো করতে পারেননি। বরং পারস্পরিক সম্পর্ক উন্নয়নেও অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন। এমনকি বিশ্ববিদ্যালয়কে দাপ্তরিক ও প্রশাসনিক কাজ স্থবির করে দিয়েছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ও প্রথম নারী উপাচার্য হিসেবে গত ২৩ সেপ্টেম্বর নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শরমিন। গত ২৬ সেপ্টেম্বর তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলসহ গুরুত্বপূর্ণ কয়েকটি কমিটিতে রাখায় আলোচনায় আসেন ববির প্রথম নারী উপাচার্য।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
এমএস/এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।