ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির আইকিউএসির নতুন পরিচালক অধ্যাপক ড. নিজাম

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৪:৫৪ পিএম, নভেম্বর ৩০, ২০২৪
শাবিপ্রবির আইকিউএসির নতুন পরিচালক অধ্যাপক ড. নিজাম অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন।  

শনিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির বিষয়টি নিশ্চিত করেন।

 

এদিকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শাবিপ্রবির আইপিই বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খাকে তার আবেদনের পরিপ্রেক্ষিতে আইকিউএসির পরিচালক পদ থেকে গত ১১ আগস্ট থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইকিউএসির পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হলো। দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

নতুন দায়িত্ব নিয়ে অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গতিশীল করতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য আলাদা ট্রেইনিংয়ের ব্যবস্থার কথাও জানান। এতে সবার সহযোগিতা কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এসআরএস

বাংলাদেশ সময়: ৪:৫৪ পিএম, নভেম্বর ৩০, ২০২৪
Saidur
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।