ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

কুয়েটের পাঁচ শিক্ষক সাময়িক বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
কুয়েটের পাঁচ শিক্ষক সাময়িক বরখাস্ত

খুলনা: অবৈধ উপায়ে নিয়োগ ও পদোন্নতি পাওয়ার অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পাঁচ শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সোমবার (০৯ ডিসেম্বর) বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার (গ্রেড-১) শাহেদুজ্জামান শেখ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

সাময়িক বরখাস্ত শিক্ষকরা হলেন, মানবিক ও ব্যবসায় বিভাগের অধ্যাপক মাসরুরা মোস্তফা, আইইএম বিভাগের অধ্যাপক সুব্রত তলাপাত্র, বিইসিএম বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইকরামুল হক, ইএসই বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মন্ডল এবং মানবিক ও ব্যবসায় বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান।

শাহেদুজ্জামান শেখ জানান, অবৈধ উপায়ে নিয়োগ এবং পদোন্নতি পাওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ০৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা,  ডিসেম্বর ৯,  ২০২৪
এমআরএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।