ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবি শিক্ষক সমিতি একটি ‘থার্ডক্লাস’ ক্লাব: হাসনাত আব্দুল্লাহ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
ঢাবি শিক্ষক সমিতি একটি ‘থার্ডক্লাস’ ক্লাব: হাসনাত আব্দুল্লাহ

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটা ক্লাব আছে। ব্যান্ড পার্টির মতো একটা ক্লাব।

এর নাম ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পৃথিবীতে এত ‘থার্ডক্লাস’ লেবেলের ক্লাব আর কোথাও নেই।  

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘সাতচল্লিশ-একাত্তর-চব্বিশ: আমাদের বিজয়ের পথপরিক্রমা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

হাসনাত আব্দুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের ধারণা কী? আপনার ভাবনাগুলোকে সুবিধাজনক ভাষায় প্রকাশ করার জন্য একটা উন্মুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কিছু হলেই একটি ব্যানার নিয়ে অপরাজেয় বাংলায় দাঁড়িয়ে যেত। তারা আপনার কলম, চিন্তা, মেরুদণ্ড নিয়ন্ত্রণ করতে চেয়েছে। পৃথিবীতে আর কোনো জাতি এমনকি জার্মানির নাৎসিদের মধ্যেও আপনারা এ বৈশিষ্ট্য পাবেন না, যেখানে একইসঙ্গে পরিবার ও শিক্ষক সমাজ নষ্ট হয়েছে। পৃথিবীর কোথাও নেই, যেখানে গণভবনের ‘মালিক’ ও বায়তুল মোকাররমের খতিব একসঙ্গে দেশ ছেড়ে পালিয়েছে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন- হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্যা গালিব, জাতীয় নাগরিক কমটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
এফএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।