ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

শিক্ষা

খাবার টেবিলে বসে শিক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন শাবিপ্রবি উপাচার্য

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৩:১৩ পিএম, ডিসেম্বর ১৭, ২০২৪
খাবার টেবিলে বসে শিক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন শাবিপ্রবি উপাচার্য

শাবিপ্রবি (সিলেট): শিক্ষার্থীদের খাবারের টেবিলে (ডাইনিংয়ে) বসে তাদের পড়াশোনা, খাওয়া-দাওয়া, সুবিধা-অসুবিধার খোঁজ নেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে খোশগল্পে মেতেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু হলের প্রীতিভোজ অনুষ্ঠানে ডাইনিং টেবিলে বসে শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন উপাচার্য।

খোশগল্পের সময় হলের শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, তোমাদের পড়াশোনা, স্বাস্থ্য সম্মত খাবার নিশ্চিত, সুযোগ-সুবিধা সবকিছু দেখাশোনা করা আমাদের কর্তব্য। আমরা চাই তোমরা সুন্দরভাবে হলে থেকে হলের সুবিধাগুলো নিয়ে ভালোমতো পড়াশোনা করো। এক্ষেত্রে তোমাদের দায়িত্ব স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া, নিয়মমাফিক জীবনযাপন করা, অতিরিক্ত রাত না জাগা।  

তিনি আরও বলেন, আমরা সব সময় তোমাদের সুযোগ-সুবিধা বাড়াতে করতে কাজ করে যাচ্ছি। এখানে এসে দেখেছি তোমাদের শিক্ষকরা তোমাদের প্রতি অনেক আন্তরিক। তাই তোমরাও তাদের সহযোগিতা কর। আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অনেক দূর এগিয়ে যাব।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. এছাক মিয়া, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা ও হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজয় দিবস উদযাপন উপলক্ষে এদিন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করে কর্তৃপক্ষ।

উপাচার্যের এমন সহানুভূতিশীল আচরণের প্রতি সাধুবাদ জানিয়ে বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন সর্বোচ্চ অভিভাবক (উপাচার্য) শিক্ষার্থীদের সঙ্গে ডাইনিং টেবিলে বসে গল্প করবে, খোঁজ-খবর নেবে এটা স্বপ্নের মতো। মাঝেমধ্যে স্বপ্নও বাস্তবেই রূপ নেয় সেটা আমাদের উপাচার্য স্যারকে না দেখলে হয়তো অনুভব করতাম না। উনার সঙ্গে যে কেউ যেকোনো সময়, যেকোনো বিষয় নিয়ে আলাপ করতে পারেন, যেটা আগে কল্পনাতীত ছিল। এমন উপাচার্য পেয়ে সত্যিই আমরা গর্বিত।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
আরবি

বাংলাদেশ সময়: ৩:১৩ পিএম, ডিসেম্বর ১৭, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।