বাগেরহাট: বাগেরহাটে লুটন-ব্রিটিশ বাংলাদেশ হেল্পিং হ্যান্ড হাইস্কুল পরিদর্শন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
শনিবার (০৪ জানুয়ারি) সকালে তিনি সদর উপজেলার শ্রীঘাট এলাকার স্কুল ভবন ও আশপাশ এলাকা ঘুরে দেখেন।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন সাখাওয়াত হোসেন।
এ সময়, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পি রানী দাস উপস্থিত ছিলেন।
প্রত্যন্ত গ্রামের এই শিক্ষা প্রতিষ্ঠানটি উপদেষ্টা সাখাওয়াত হোসেন পরিদর্শন করায় খুশি স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।
২০০৯ সালে যুক্তরাজ্যের লুটন প্রদেশের একটি সংস্থার অর্থায়নে শ্রীঘাট এলাকায় এই স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে স্কুলে সাত জন শিক্ষক, চারজন কর্মচারী ও ১২০ জন শিক্ষার্থী রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
এসআইএস