গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ের নামফলক থেকে ‘বঙ্গবন্ধু’ উপাধি শব্দটি মুছে ফেলা হয়েছে।
সেখানে টানানো হয়েছে ‘পলাশবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়’ প্রস্তাবিত নামের ব্যানার ও সাইনবোর্ড।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতৃবৃন্দ পূর্ব ঘোষিত এ কর্মসূচি পালন করেন।
এর একদিন আগে বিদ্যালয়টির নাম পরিবর্তনের দাবি জানিয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করে সামাজিকযোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন তারা।
পলাশবাড়ী বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইউছুব মণ্ডল উল্লাস বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের পর দ্বিতীয়বার স্বাধীন হওয়া বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী নেতৃবৃন্দ বা শেখ পরিবারের সদস্যদের নামে কোনো প্রতিষ্ঠান থাকতে পারে না, থাকতে দেওয়া হবে না। সে লক্ষ্যে আজ এ বিদ্যালয়টির নামফলক থেকে ‘বঙ্গবন্ধু’ শব্দটি মুছে ফেলা হয়েছে। সেই সঙ্গে বঙ্গবন্ধুর স্থলে ‘পলাশবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়’ নামে প্রস্তাবিত নামের ব্যানার টানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ বলেন, ১৯৯৪ সালে বঙ্গবন্ধুর নামে বিদ্যালয়টির নামকরণ ও প্রতিষ্ঠা হয়। গেল বছরের ৫ আগস্ট সরকার পতনের পর বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের সাইনবোর্ড আমরা সরিয়ে ফেলেছি। সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসা মাত্রই বঙ্গবন্ধু নামটিও সকল জায়গা থেকে সরিয়ে ফেলা হবে।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
এসএএইচ