ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

শিক্ষা

এ মাসেই রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: উপাচার্য

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
এ মাসেই রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: উপাচার্য কথা বলছেন উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব।

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ এ মাসেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব।  

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাবির শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘রাকসু সংলাপ: সংস্কার ও নির্বাচন’ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।



তিনি বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে রাকসুর নির্বাচনের আয়োজন করা। যা সারাদেশের জন্য রোল মডেল হবে। এজন্য আমাদের সংস্কার কমিশন কাজ করছে। তাই আমরা আশা করছি, এ মাসেই আমরা রাকসু নির্বাচনের রোডম্যাপ এ মাসেই ঘোষণা করা হবে। যেখানে তফশিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচনের তারিখও ঘোষণা করা হবে।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন দ্রুতই চান শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা দ্রুত নির্বাচন দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার, ঐক্যমত ও নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য তাগিদ দেন। এছাড়া শিক্ষার্থীরা রাকসুর গঠনতন্ত্র, নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনী পরিবেশ সৃষ্টি ও লেজুড়বৃত্তিক রাজনীতি নিয়ে প্রশ্ন করেন।

জবাবে রাবির উপাচার্য বলেন, আমরা ইতোমধ্যে তিন দফা শিক্ষার্থীরা সাথে বসে আলাপ-আলোচনা করেছি। সেখানে শিক্ষার্থীরা ভালো পরামর্শ দিয়েছেন। সেগুলো আমরা নথিবদ্ধ করেছি। এখন রাকসু সংস্কার কমিটি সেগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে একটা খসড়া নীতিমালা তৈরি করবে। যা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও দেওয়া হবে। সেটার বিষয়ে পর্যালোচনা মন্তব্য থাকলে সেগুলো লিখিত আকারে জানানোর জন্য শিক্ষার্থীদের একটা সময়সীমা বেঁধে দেওয়া হবে। এরপরই তফশিল ঘোষণা করা হবে।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত এই সংলাপ অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল রাবি ডিবেটিং ফোরাম, স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন ও সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি ডিরেক্টর আরাফাত আলী সিদ্দিক জানান, যুক্তরাজ্যের এফসিডিও এর সহযোগিতায় এ সংলাপ আয়োজন করা হয়।

সংস্থাটির ডেপুটি চিফ অব পার্টি আমিনুল এহসান বলেন, ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব অংশীজনদের মধ্যে ঐক্যমত জরুরি। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন বিশ্ববিদ্যালয় পরিচালনায় শিক্ষার্থীদের প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত করে।

সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সংলাপে, ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদ, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবসহ বিভিন্ন সংসঠনের প্রতিনিধিরা অংশ নেন। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, রাকসুর কোষাধ্যক্ষ ড. সেতাউর রহমান, প্রথম রাকসু নির্বাচনের প্রার্থী ড. শামীম আরা চৌধুরী অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ড. পারভেজ আযহারুল হকের সঞ্চালনায় সংলাপে অংশগ্রহণকারীরা গ্রহণযোগ্য রাকসু নির্বাচনের জন্য সংস্কার প্রস্তাব তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে আলোচকদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নকীব।  

এ সময় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার, সিনিয়র প্রোগ্রাম অফিসার এএসএম জুনায়েদ মুফরাদ ও প্রোগ্রাম অফিসার আশেক তানভীর অনীকসহ আরও সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।