ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অক্টোবরের বেতন পাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১২

ঢাকা: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন পাশ হয়েছে। অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক ও সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয় থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত টাকা উত্তোলন করতে পারবেন তারা।



সোমবার শিক্ষা অধিদপ্তরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রত্যেক শিক্ষক, কর্মচারী সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে স্ব-স্ব অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে অক্টোবর মাসের বেতন-ভাতাদি উত্তোলন করতে পারবেন।

উল্লেখ্য, যে সব শিক্ষক-কর্মচারী উৎসব ভাতার টাকা উত্তোলন করতে পারেননি, তাঁরাও এ সময়ের মধ্যে তা উত্তোলন করতে পারবেন।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, অক্টোবর ২২,২০১২
এনএম/সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।