ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

শিক্ষা

গ্রামবাংলার সংস্কৃতির আদলে ঢাবিতে বসন্ত উৎসব সোমবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
গ্রামবাংলার সংস্কৃতির আদলে ঢাবিতে বসন্ত উৎসব সোমবার সংবাদ সম্মেলনে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের প্রেস সম্পাদক প্রকৃতি শ্যামলিমা।

ঢাকা: নাগরদোলা, পুতুল নাচ, বায়োস্কোপ, পুঁথিপাঠ, কীর্তনসহ ঐতিহ্যবাহী গ্রামীণ লৌকিক সংস্কৃতির বাহারি সব আয়োজনে বসন্তকে বরণ করতে বর্ণাঢ্য আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংস্কৃতিক সংসদ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে এ অনুষ্ঠান শুরু হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাংস্কৃতিক সংসদের প্রেস সম্পাদক প্রকৃতি শ্যামলিমা।

লিখিত বক্তব্যে তিনি জানান, দিনব্যাপী এ আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে গ্রামীণ লোকজ মেলা, ফানুস উৎসব এবং তারকা শিল্পীদের পরিবেশনায় মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা। গ্রামীণ মেলায় পোশাক, অলংকার ও খাবারের স্টলের পাশাপাশি থাকছে নাগরদোলা, পুতুল নাচ, বায়োস্কোপ, পুঁথিপাঠ, কীর্তনসহ ঐতিহ্যবাহী গ্রামীণ লৌকিক সংস্কৃতির বাহারি সব আয়োজন। মূলত এক টুকরো গ্রামবাংলাকে ঢাকা শহরের বুকে নিয়ে আসাই এ আয়োজনের লক্ষ্য।  

তিনি জানান, দুপুর আড়াইটা থেকে আলোচনা ও গুণীজন সম্মাননা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে গুণীজন সম্মাননা গ্রহণ করবেন চলচ্চিত্র পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, অভিনয় ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ এবং সংগীত শিল্পী কাজী কৃষ্ণকলি ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্কয়ার গ্রুপের এমডি ও সিইও মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর ড. রাশেদা রওনক খান।  

আলোচনা সভা শেষে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সদস্যদের শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সবশেষে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে জনপ্রিয় ব্যান্ড বায়োস্কোপ এবং সংগীত শিল্পী কৃষ্ণকলি ও তার দলের পরিবেশনা। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ব্যান্ডদলের কনসার্ট অনুষ্ঠিত হবে। রাত ৯টা ৪৫ মিনিটে হবে অনুষ্ঠানের সমাপনী পর্ব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সভাপতি নাফিয়া ফারজানা আনিয়িয়া, সাধারণ সম্পাদক রওনক জাহান রাকামনি।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।