ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি মো. শামসুজ্জামান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি মো. শামসুজ্জামান আবু নূর মো. শামসুজ্জামান

ঢাকা: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।  

এই অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানকে মহাপরিচালক নিয়োগ দিয়ে রোববার (২৩ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাসান মারুফ।

আর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিজ তাহের খানকে মেইলিং অপাটের ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং বিভাগের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. শফিকুর ইসলামকে রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

 বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
এমআইএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।