বরিশাল: ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রথম হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া।
বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের বাসিন্দা হালিমাতুস সাদিয়া বাংলানিউজকে বলেন, আমার রেজাল্ট আমিই প্রথম দেখেছি। রেজাল্ট দেখার সময় প্রথমেই আমার রোল দেখে তো আমি হতবাক। তখন আমার মনে হয়েছিল ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সারাদেশে প্রথমবারের মতো প্রথম হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়, আমার বিশ্ববিদ্যালয়।
তিনি বলেন, বিজেএসের প্রিপারেশন রাতারাতি হয়ে যাওয়ার মতো কোনো বিষয় নয়। এটার জন্য একটা লং জার্নির দরকার। আমি প্রকৃতপক্ষে আমার অ্যাকাডেমিক লাইফের শুরু থেকেই পড়াশোনায় নিয়মিত ছিলাম। ২০১৭-২০১৮ সেশনের আইন বিভাগের শিক্ষার্থী হয়ে আমার যখন প্রথম সেমিস্টার ফাইনাল রেজাল্ট হয়, তখন আমি ফার্স ক্লাস ফার্স্ট হই। এর আগে কোন পরিকল্পনা ছিল না যে আমাকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে, তবে যখন হয়েছি, তখন সেটি ধরে রাখার কথা চিন্তা করি। এর ধারাবাহিকতায় এলএলবিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং এলএলএম-এতেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে উত্তীর্ণ হই।
তিনি বলেন, এর পেছনে অ্যাকাডেমিক লাইভে পড়াশোনা করেছি, শিক্ষকদের ক্লাস মনোযোগ সহযোগে করেছি, প্রত্যেকটি ক্লাস ওয়ার্ড বাই ওয়ার্ড লিখেছি, এমনকি তারা একটা হাসি দিলেও আমি লিখে রাখতাম। এককথায় তাদের মুভমেন্ট ফলো করতাম, যাতে বাসায় বসে পড়তে গিয়ে সেটি রিকল করতে পারি।
তিনি বলেন, স্কুল জীবনে যখন আমি বুঝতে শিখি তখন থেকেই কখনও অন্য মেয়েদের মতো ডাক্তার হতে চাইনি, আমি চেয়েছি এমন একটা প্রফেশনে যেতে যেখানে গতানুগতিক কেউ চয়েজ করে না। সেই প্রফেশন আমার নলেজে না থাকলে আমার বাবার (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রহমান কবির) কাছ থেকে প্রথম এই প্রফেশনের বিষয়টি জানতে পারি। এরপর যখন বুঝতে শিখেছি এইম ইন লাইফ কি? তখন তো চিন্তা-ভাবনা আরও স্বচ্ছ হয়। স্কুল-কলেজ জীবন শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে চান্স পাই এবং এখানেও ভর্তি পরীক্ষায় ১৩তম হই।
তিনি বলেন, এলএলএম শেষ হওয়ার পরে বিজেএসের জন্য ফুললি ফোকাস করি। আমার এ সফলতার অংশীদার আমি একা নই। এর সাথে মিশে আছে আমার মা-বাবার অসংখ্য নির্ঘুম রাত।
তিনি বলেন, বিজেএসের প্রথম রিটার্ন হওয়ার কথা ছিল ২০ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত। সেজন্য দুইদিন হাতে রেখে আমি ১৭ জুলাই ঢাকাতে মামার বাসাতে চলে গিয়েছিলাম, কিন্তু বাংলাদেশের স্পেশাল পরিস্থিতির কারণে সেই পরীক্ষাটি সেই সময় হয়নি, তারিখ পরিবর্তন করা হয়। পরীক্ষা না হওয়ায় এরপর ২৮ জুলাই আমি বরিশালে ফিরে আসি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ডেঙ্গু ধরা পড়ে। ফলে আমি ২৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই।
তিনি বলেন, নির্ধারিত সময়ে যদি পরীক্ষা হতো, তাহলে আমি হয়ত প্রথম স্থান অধিকার করতে পারতাম না, আকার সবগুলো পরীক্ষাও দিতে পারতাম কি না সেটা অনেক বেশি অনিশ্চিত ছিল। আল্লাহর অশেষ রহমতে পরবর্তীতে পরীক্ষার তারিখটি পিছিয়ে দেওয়া হয়, যা আমার জন্য অনেক ভাগ্যের ছিল।
তিনি বলেন, আমি যখন পরতাম তখন আমার স্কুল শিক্ষিকা মা (নাসিমা আক্তার) আমার পাশে বসে থাকতো। চাকরি ও সংসারের সব কাজ করে ও আমার জন্য রাত জেগে থাকতেন। আম্মু সবসময় বলতেন তিনি ঘুমিয়ে পড়লে কি আমি ভয় পাবো। মা আমার জন্য অনেক নির্ঘুম রাত কাটিয়েছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের মতো নবীন শিক্ষার্থীদের জন্য তিনি বলেন, নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাসরুম, বই, শিক্ষক সংকট থাকে। আমি যখন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তখন কোনো অধ্যাপক, সহযোগী অধ্যাপক ছিলেন না। ছিল লেকচারার আর সহকারী অধ্যাপক। কিন্তু আমাদের সেই শিক্ষকদের মাঝে কখনও আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না, যেটি আমাদের জন্য ভাগ্যের ছিল।
হালিমাতুস সাদিয়া বলেন, আমি আইনে কাদামাটি ছিলাম, আর সেই কাদামাটিকে একটা নির্দিষ্ট কাঠামো দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এক্ষেত্রে নিয়মিত পড়াশোনা করতে হবে এবং ধারাবাহিকতা রাখতে হবে। আর কয়েকঘণ্টা পড়লাম এটার থেকে আমি কি পড়লাম সেটির দিকে ফোকাস করতে হবে। আর মনে রাখতে হবে, ‘যারা ভীতু তারা বারবার মরে কিন্তু যারা সাহসী তারা একবারই মরে। ’ যাদের বিজেএস টার্গেট তাদের মাথায় সেট করে রাখতেই হবে, নিজে থেকে ৩২ বছরের আগে কখনোই মারা যাওয়া যাবে না।
তিনি বলেন, আমি স্বপ্ন দেখেছি বিচারক হওয়ার তাই স্কুল ও কলেজ জীবনে বিজ্ঞান বিভাগে পড়েও বিশ্ববিদ্যালয়ে আইনের শিক্ষার্থী হয়েছি। আর এতে কোথাও সমস্যা হয়নি, মনে হয় আরও ভালো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ও আইন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া ২০১৫ সালে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৭ সালে বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে। তিনি এসএসসি ও এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। এইচএসসি পাস করে ভর্তি হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এমএস/এএটি