ঢাকা, বৃহস্পতিবার, ৫ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

শিক্ষা

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সৈয়দ মঞ্জুর এলাহী স্মরণে শোকসভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সৈয়দ মঞ্জুর এলাহী স্মরণে শোকসভা সৈয়দ মঞ্জুর এলাহী স্মরণে শোকসভা।

ঢাকা: সৈয়দ মঞ্জুর এলাহী স্মরণে মঙ্গলবার (১৮ মার্চ) এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় মরহুমের স্মৃতিচারণ এবং রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

শোকসভায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা এবং প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর ঘনিষ্ঠ বন্ধু অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন তাদের ৬০ বছরের বন্ধুত্বের মূল্যবান স্মৃতিগুলো শেয়ার করেন। তিনি মরহুমের বিভিন্ন সমাজসেবামূলক কাজের কথা উল্লেখ করেন।

একইসঙ্গে তিনি বলেন, ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত সব আইন মেনে, শ্রমিকদের সন্তুষ্ট রেখে মঞ্জুর এলাহী ব্যবসা করেছেন। কোন রাজনৈতিক আনুগত্য নিয়ে সুবিধা নেননি। দেশের প্রয়োজনে দু’বার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছেন। সৈয়দ মঞ্জুর এলাহীর মতো গুণীজনকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্বাধীনতা পদক দেওয়া উচিত বলে ড. ফরাসউদ্দিন দাবি করেন।

স্মৃতিচারণ বক্তব্যে প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীরপুত্র সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, আমার বাবা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের নিয়ে চিন্তা করতেন এবং তাদের গুরুত্ব দিতে বিশেষভাবে নির্দেশ দিতেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ড. শামস রহমান, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তারা।

শোকসভায় প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর পরিবারের সদস্যদের, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
শোকসভার পর একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যেখানে প্রয়াত আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

উল্লেখ্য বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহী ১২ মার্চ ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।