ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসি পরীক্ষা: যশোর বোর্ডে পরীক্ষার্থী কমেছে ২১ হাজার ৬৬২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এসএসসি পরীক্ষা: যশোর বোর্ডে পরীক্ষার্থী কমেছে ২১ হাজার ৬৬২

যশোর: সুষ্ঠু পরিবেশে বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হয়েছে যশোর শিক্ষা বোর্ডের অধীন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। গত বছরের তুলনায় এবার যশোর বোর্ডে পরীক্ষার্থী কমেছে ২১ হাজার ৬৬২।

 

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় এ বোর্ডের অধীন ২ হাজার ৫৭০টি বিদ্যালয় থেকে অংশ নিচ্ছে মোট ১ লাখ ৪১ হাজার ৬৪ জন পরীক্ষার্থী। মোট ২৯৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।  

গত বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৬২ হাজার ৭২৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। সে হিসেবে এবার এই বোর্ডে পরীক্ষার্থী কমেছে ২১ হাজার ৬৬২ জন।

সকাল ৯টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা থাকলেও কেন্দ্রগুলোর সামনে সাড়ে ৮টা থেকেই ভিড় শুরু হয়। পরীক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের অভিভাবকেরা একটু আগে থেকে আসেন কক্ষ ও আসন খুঁজে বের করার জন্য। কিন্তু, নির্ধারিত সময়ের আগে কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাছাড়া, পরীক্ষার্থী এবং পরীক্ষার কাজের সঙ্গে যুক্ত ছাড়া অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করার অনুমতি পাননি।  

পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে গ্রহণ এবং প্রশ্ন ফাঁস রোধে যশোর শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ১৩টি ভিজিলেন্স টিম গঠন করেছে বোর্ড কর্তৃপক্ষ।

পাশাপাশি কেন্দ্র সচিবদের দেওয়া হয়েছে ১১টি জরুরি সতর্কতা নির্দেশনা। পরীক্ষা কেন্দ্রের আশপাশের সব ফটো কপির দোকানগুলোতে কঠোর নজরদারি জারি করা হয়েছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে কোচিং কেন্দ্রগুলোর কার্যক্রম।  

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জানা যায়, এবারের পরীক্ষার্থীদের মধ্যে ছেলে ৬৯ হাজার ৮৫ এবং মেয়ে রয়েছে ৭১ হাজার ৯৭৯ জন। নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ২৮ হাজার ৬৫৮ এবং অনিয়মিত পরীক্ষার্থী ১২ হাজার ২৮৬। তাদের মধ্যে বিজ্ঞান শাখায় পরীক্ষার্থী ৪০ হাজার ১৪৪, মানবিক শাখায় ৮৫ হাজার ২৩৮ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১৫ হাজার ৬৮২।  

জেলাভিত্তিক কেন্দ্র ও পরীক্ষার্থীদেরও একটি সংখ্যা পাওয়া গেছে। তাতে দেখা যায়, খুলনার ৫৯ কেন্দ্রে অংশ নিচ্ছে ২১ হাজার ৯৬৬ পরীক্ষার্থী। তার মধ্যে ছেলে ১০ হাজার ৯২২ জন ও মেয়ে ১১ হাজার ৪৪ জন।  

বাগেরহাটের ২৮ কেন্দ্রে অংশ নিচ্ছে ১২ হাজার ৪০৯ পরীক্ষার্থী। ছেলে ৫ হাজার ৬৯৯ জন ও মেয়ে ৬ হাজার ৭১০ জন।  

সাতক্ষীরার ২৯টি কেন্দ্রে অংশ নিচ্ছে ১৪ হাজার ৬১৫ পরীক্ষার্থী। ছেলে ৭ হাজার ২৫৯ জন ও মেয়ে ৭ হাজার ৩৫৬ জন।  

কুষ্টিয়ার ৩১টি কেন্দ্রে অংশ নিচ্ছে ২০ হাজার ১৭ পরীক্ষার্থী। ছেলে ৯ হাজার ৬৯৭ জন ও মেয়ে ১০ হাজার ৩২০ জন।

চুয়াডাঙ্গার ১৯টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৯ হাজার ৩৮৭ পরীক্ষার্থী। ছেলে ৪ হাজার ৫৮৩ জন ও মেয়ে ৪ হাজার ৮০৪ জন।  

মেহেরপুরের ১৩টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৬ হাজার ৯১১ পরীক্ষার্থী। ছেলে ৩ হাজার ৩৮২ জন ও মেয়ে ৩ হাজার ৫২৯ জন।  

যশোরের ৫৩ কেন্দ্রে অংশ নিচ্ছে ২৩ হাজার ৬৬৪ পরীক্ষার্থী। ছেলে ১১ হাজার ৬৪১ জন ও মেয়ে ১২ হাজার ২৩ জন।

নড়াইলের ১৪টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৬ হাজার ৩২৯ পরীক্ষার্থী। ছেলে ২ হাজার ৯৮১ জন ও মেয়ে ৩ হাজার ৩৪৮ জন।  

ঝিনাইদহের ৩৬টি কেন্দ্রে অংশ নিচ্ছে ১৬ হাজার ৮১৩ পরীক্ষার্থী। ছেলে ৮ হাজার ৫৭২ জন ও মেয়ে ৮ হাজার ২৪১ জন।  

মাগুরায় ১৭টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৮ হাজার ৯৫৩ পরীক্ষার্থী। ছেলে ৪ হাজার ৩৪৯ জন ও মেয়ে ৪ হাজার ৬০৪ জন।  

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন স্বাক্ষরিত এক চিঠি থেকে জানা যায়, প্রশ্নফাঁস এবং কোনোরূপ অব্যবস্থা পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে হবে এবং সংশ্লিষ্ট পরীক্ষা নিয়ন্ত্রক বা স্থানীয় প্রশাসনকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার ফোন মারফত অবগত করতে হবে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেছেন, যদি কোনো কেন্দ্র সচিব দায়িত্ব পালনে গাফিলতি করেন তাহলে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, প্রতি বছর এসএসসি পরীক্ষার্থী বাড়ে ও কমে। তবে এবারের পরীক্ষায় কেন পরীক্ষার্থী কমে গেলো, সেটা বিশ্লেষণ না করে বলা কঠিন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।