ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

শিক্ষা

মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিল ৬৫০ শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিল ৬৫০ শিক্ষার্থী

দিনাজপুর: পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ না থাকায় ও বার বার বিদ্যুৎ বিভ্রাটের কারণে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে।  

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে বৃষ্টি ও ঝড়ের সঙ্গে সঙ্গে লোডশেডিং শুরু হয়।

ফলে পরীক্ষায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দেয় তারা।  

পরীক্ষার্থীরা জানান, প্রশ্ন দেওয়ার আগেই বৃষ্টির সঙ্গে সব অন্ধকার হয়ে যায়। পরীক্ষা শুরুর সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষ মোমবাতি দিয়েছে। মোমবাতি জ্বালিয়ে প্রথম পরীক্ষা সম্পন্ন করেছি যা সম্পূর্ণ একটি নতুন অভিজ্ঞতা। এমন কিছু হবে ধারণা ছিল না। মোমবাতির ব্যবস্থা দ্রুত নাহলে বেশি অসুবিধা হয়ে যেত।  

ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম জানান, সকাল থেকে প্রচুর বৃষ্টি ও ঝড়ের কারণে লোডশেডিং শুরু হয়। তবে আমরা চার্জার লাইট ও মোমবাতির ব্যবস্থা করেছি। পরীক্ষায় কোনো ধরনের সমস্যা হয়নি।  

এ কেন্দ্রে চারটি বিদ্যালয়ের মোট ৬৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং শিক্ষার্থীরা খুব সুন্দরভাবেই তাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা সম্পন্ন করেছে বলেও জানান তিনি।

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী ফেরদৌস আলম জানান, সকাল থেকে বৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লাইনে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে বিদ্যুতের লাইন মেরামতের পর বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়।  

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এবছরে এই শিক্ষাবোর্ডের অধীনে আট জেলায় মোট ১ লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।