ঢাকা, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ব্যবসা ইউনিটের পরীক্ষা কবে, কারা পরীক্ষা দিতে পারবেন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
ঢাবির ব্যবসা ইউনিটের পরীক্ষা কবে, কারা পরীক্ষা দিতে পারবেন

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমসিকিউ অংশের ভর্তি পরীক্ষা আগামী এক মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। হাইকোর্টের রায় হাতে পেলেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

ব্যবসা শিক্ষা বিভাগের যেসব শিক্ষার্থী আগে পরীক্ষা দিয়েছেন, তারা পুনরায় এই পরীক্ষায় অংশ নিতে পারবেন।

প্রশ্নপত্রে ত্রুটি থাকার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশনায় কেবল ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষা পুনরায় হবে। এই ইউনিটের বিজ্ঞান বিভাগ ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা পুনরায় হবে না।

রোববার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এমন তথ্য পাওয়া গেছে। ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ও অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা শুধুমাত্র তাদেরই পরীক্ষা নেবো যারা পরীক্ষায় অংশ নিয়েছে। আমরা শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় দিয়ে তারিখ দেব। আমরা এরমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছি। হাইকোর্টের রায় হাতে পেলে পরীক্ষার তারিখ ঘোষণা করব।

গত ৮ ফেব্রুয়ারি এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রশ্নপত্রের বহুনির্বাচনী অংশে ১২টি প্রশ্নে সেটে গড়মিল দেখা যায়। এ বিষয়ে কোনো কার্যকরী সমাধান বের করতে পারেনি প্রশাসন। এরমধ্যে ২০ এপ্রিল পরীক্ষার ফলাফল ঘোষণার চেষ্টা করলে হাইকোর্টে রিট করেন ভর্তিচ্ছুদের একটি অংশ। পরে হাইকোর্ট ফল প্রকাশে দুই মাস স্থগিতাদেশ দেন।

ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার নিয়মানুযায়ী যারা বহুনির্বাচনী অংশে উত্তীর্ণ হন, তাদের ফলাফলের ভিত্তিতে আসন সংখ্যার চারগুণ লিখিত খাতা কাটা হয়। এমসিকিউ অংশের নতুন ফলাফলে যারা প্রথম দিকে থাকবেন অর্থাৎ আসন সংখ্যার চারগুণের ভেতর থাকবেন, তাদের আগের প্রশ্নের লিখিত উত্তরপত্র মূল্যায়ন করা হবে। সেই ভিত্তিতে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে জানান অনুষদের ডিন মাহমুদ ওসমান।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এফএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।