ঢাকা: ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিনের সঙ্গে বৈঠকে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের ১৮ সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তারা সচিবালয়ে আসেন।
ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকাসহ সারা দেশে রেলপথ অবরোধ করার ঘোষণা দেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী। এর আগে তারা দিনভর সাতরাস্তা মোড় অবরোধ করে রাখেন। এছাড়াও সারা দেশে পলিটেকনিকের সামনের সড়ক অবরোধ করেন তারা।
এর আগে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সেল সম্পাদক মো. সাকিব আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে এবং শিক্ষা উপদেষ্টার আহ্বানে বৈঠকে অংশগ্রহণ করবে কারিগরি ছাত্র আন্দোলন। সব পলিটেকনিক ইনস্টিটিউটের সিদ্ধান্তক্রমে বৈঠক চলাকালীন ‘রেলপথ ব্লকড’ কর্মসূচি শিথিল থাকবে। বৈঠকের ওপর ভিত্তি করে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য পরবর্তী কর্মসূচি প্রকাশ করা হবে।
এদিকে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা জানিয়েছেন, সকাল থেকে তারা তেজগাঁওয়ে অবস্থান করছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের পর তারা রেলপথ অবরোধ করবেন কিনা- তা নির্ভর করছে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এমআইএইচ/আরআইএস