ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

শিক্ষা

জুলাই অভ্যুত্থানে ঢাবিতে হামলাকারীদের শনাক্তে ছায়া তদন্ত কমিটি গঠন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
জুলাই অভ্যুত্থানে ঢাবিতে হামলাকারীদের শনাক্তে ছায়া তদন্ত কমিটি গঠন

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করতে ৩৫ সদস্যের একটি ছায়া তদন্ত কমিটি গঠন করেছে একদল শিক্ষার্থী।

এ কমিটি হামলাকারীদের চিহ্নিত করে আগামী একমাসের মধ্যে একটি শ্বেতপত্র প্রণয়ন করবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির কাছে হস্তান্তর করবেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৩৫ সদস্যের তালিকা ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ রিফাত, দর্শন বিভাগের শিক্ষার্থী সরদার নাদিম মাহমুদ শুভ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রওনক জাহান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজিমুদ্দিন সাইফসহ একাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে রেজওয়ান আহমেদ রিফাত বলেন, জুলাই-আগস্টে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ১২৮ জনকে বহিষ্কার করে; এরমধ্যে ৬ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। অথচ বিভিন্ন গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, হামলায় শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মাত্র ১২৮ জন হামলাকারীর তালিকা প্রকাশ করা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে প্রহসনের নামান্তর।

তিনি বলেন, তালিকায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ বহু হামলাকরীর নাম উপযুক্ত প্রমাণ থাকা সত্ত্বেও আসেনি। একইসঙ্গে হামলায় জড়িত থাকা না সত্ত্বেও অনেকের নাম এসেছে; যা তদন্ত কমিটির কাজকে প্রশ্নবিদ্ধ করছে।

তাই এ তদন্ত কমিটি গঠন কর হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, এই কমিটির প্রধান কাজ হবে জুলাই আগস্টে শিক্ষার্থীদের ওপর হামলায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িতদের তথ্য-প্রমাণ সংগ্রহ করে একটি শ্বেতপত্র প্রকাশ করা। আমরা আগামী ১ মাসের মধ্যে এ শ্বেতপত্রটি প্রকাশ করব।

এরই মধ্যে এ কমিটি একটি গুগল ফর্ম তৈরি করেছেন। এছাড়া তারা একটি হোয়াটসঅ্যাপ নাম্বার প্রদান করবেন। কমিটিতে প্রত্যেক বিভাগ ও অনুষদ থেকে তারা প্রতিনিধি নেবেন। এভাবে প্রত্যেক বিভাগ থেকে তারা তথ্য সংগ্রহ করবেন।

রিফাত বলেন, এরই মধ্যে জুলাই অভ্যুত্থানের প্রায় ৮ মাস পেরিয়ে গেছে। আমরা আশঙ্কা করছি, ধীরে ধীরে এসব হামলাকারীদের এসব তথ্যপ্রমাণ হারিয়ে যাবে। তাই আমরা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও আহতদের নিয়ে এ কমিটি করেছি।

কমিটিতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিমুদ্দিন সাইফ, স্মৃতি আফরোজ সুমি, মিনহাজুল আলী ঈশান, রেজওয়ান আহমেদ রিফাত, নুরুল ইসলাম নাহিদ, ঐতিহ্য আনোয়ার ওহী, রওনক জাহান, জাহেদ হোছাইন, রুহুল আমিন রবিন, আবু মিশাল, সর্দার নাদিম মাহমুদ শুভ, আরিফুর রহমান, আহমেদ তানভীর, মো. আরমান হোসেন, মোনতাকিম তালুকদার, মাহমুদ রিদওয়ান, বায়েজিদ হাসান, এএএম মোজাহিদ, মো দেলোয়ার হোসেন, তাপসী রাবেয়া; রাকিব রহমান, মো. মুঈনুজ্জামান, মুসআব আব্দুল্লাহ খন্দকার , মোহাম্মদ তৌফিকুল ইসলাম, মো. পাভেল আহমদ, নাফিসা তাবাসসুম মিথিলা, পারভেজ গাজী, মো. রুবায়েত হাসান রিমন, ইমরান সাদমান, আবু উবাইদা আব্দুল্লাহ খন্দকার, মো. জহির রায়হান, মো. মারুফ হাসান, মো. তরিকুল ইসলাম ও ওমর ফাইয়াজ তামিম।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এফএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।