ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে উত্তরপত্র মূল্যায়নে নিয়ম ভাঙার অভিযোগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১২
জাবিতে উত্তরপত্র মূল্যায়নে নিয়ম ভাঙার অভিযোগ

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজের বিরুদ্ধে নিয়ম ভেঙে টিউটোরিয়াল (অনুশীলন) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ উঠেছে।

বাংলা বিভাগে অধ্যাপক শাহনাওয়াজের নিকট আত্মীয় থাকায় টিউটোরিয়াল পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য ওই শিক্ষককেই দায়িত্ব দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের স্নাতক সম্মান শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থীরা।



শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ সংক্রান্ত একটি লিখিত আবেদনও জানিয়েছেন তারা।

উপাচার্য বরাবর লিখিত আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, অধ্যাপক শাহনাওয়াজের আপন ভাতিজি তাদের সহপাঠী। নিকট আত্মীয় থাকা সত্ত্বেও বাংলা বিভাগের প্রথম পর্ব স্নাতক সম্মান শ্রেণীর ১০৬ নম্বর কোর্সের শিক্ষক হিসেবে অধ্যাপক শাহনাওয়াজ এই কোর্সের ক্লাস নেওয়া শেষ করেছেন এবং টিউটোরিয়াল পরীক্ষা নিয়ে উত্তরপত্রও মূল্যায়ন করেছেন। যা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি বহির্ভূত। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুয়ায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তারা।

এদিকে, শিক্ষার্থীদের অভিযোগ, এরই মধ্যে অধ্যাপক শাহনাওয়াজ এই কোর্সের চারটি টিউটোরিয়াল পরীক্ষা নিয়ে এর একটির উত্তরপত্র হারিয়ে ফেলেছেন এবং বাকি তিনটির উত্তরপত্র মূল্যায়ন করে উপস্থিতির নম্বরসহ নম্বরপত্র নোটিশ বোর্ডে টানিয়ে দিয়েছেন।

লিখিত আবেদনে আরও বলা হয়েছে, অধ্যাপক শাহনাওয়াজের নিকটাত্মীয় থাকায় এই কোর্সের টিউটোরিয়াল পরীক্ষা ও উপস্থিতির নম্বর দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে শিক্ষার্তীদের মনে প্রশ্ন উঠেছে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘন্টা, নভেম্বর ১১, ২০১২
এসআর/সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।