ঢাকা: ২০২১ সালে বিতর্কিতভাবে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ ছয় দফা দাবিতে প্রতিবাদী গণমিছিল করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১টায় রাজধানীর কাকরাইলে এ প্রতিবাদী গণমিছিল করেন তারা।
গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মো. মাশফিক ইসলাম বলেন, আন্দোলনের দীর্ঘ আট মাস পর কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এখনো আন্দোলনকে জীবিত রেখেছেন। তারই ফলাফল আজকের গণমিছিল ও বিক্ষোভ। যদি আবারো আমাদের রাজপথে নামার সময় আসে, যদি আবার রাজপথ থেকে দাবি আদায় করে নিতে হয়, তাহলে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট প্রস্তুত। ঢাকা থেকে আমরা সারাদেশের পলিটেকনিক ভাই-বোনদের জানিয়ে দিতে চাই, যদি গ্রেপ্তার হওয়ার প্রয়োজন হয়, রক্ত দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা ঢাকা পলিটেকনিক প্রস্তুত।
তিনি আরও বলেন, যে ছয় দফা দাবির জন্য আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, সেই রক্তের সঙ্গে বেইমানি করে আমরা ঘরে বসে থাকতে পারি না।
এ সময় তিনি দাবি আদায়ে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান।
এর আগে সকাল থেকে আইডিইবি ভবনে সি. আর সম্মেলন করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এসসি/আরআইএস