ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

শিক্ষা

কাকরাইলে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিবাদী গণমিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, এপ্রিল ২৮, ২০২৫
কাকরাইলে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিবাদী গণমিছিল প্রতিবাদী গণমিছিলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

ঢাকা: ২০২১ সালে বিতর্কিতভাবে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ ছয় দফা দাবিতে প্রতিবাদী গণমিছিল করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১টায় রাজধানীর কাকরাইলে এ প্রতিবাদী গণমিছিল করেন তারা।

মিছিলটি কাকরাইলের আইডিইবি ভবনের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড় ও কাকরাইল মসজিদ মোড় ঘুরে আবার আইডিইবি ভবনে গিয়ে শেষ হয়।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মো. মাশফিক ইসলাম বলেন, আন্দোলনের দীর্ঘ আট মাস পর কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এখনো আন্দোলনকে জীবিত রেখেছেন। তারই ফলাফল আজকের গণমিছিল ও বিক্ষোভ। যদি আবারো আমাদের রাজপথে নামার সময় আসে, যদি আবার রাজপথ থেকে দাবি আদায় করে নিতে হয়, তাহলে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট প্রস্তুত। ঢাকা থেকে আমরা সারাদেশের পলিটেকনিক ভাই-বোনদের জানিয়ে দিতে চাই, যদি গ্রেপ্তার হওয়ার প্রয়োজন হয়, রক্ত দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা ঢাকা পলিটেকনিক প্রস্তুত।

তিনি আরও বলেন, যে ছয় দফা দাবির জন্য আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, সেই রক্তের সঙ্গে বেইমানি করে আমরা ঘরে বসে থাকতে পারি না।

এ সময় তিনি দাবি আদায়ে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান।

এর আগে সকাল থেকে আইডিইবি ভবনে সি. আর সম্মেলন করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।  

এসসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।