ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১২

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
 
এ বছর চারুকলা অনুষদের অধীনে ৮টি বিভাগে ১১৯টি আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ৪১২১ জন শিক্ষার্থী।


 
শিক্ষার্থীরা নিজ আসনের অবস্থান জানতে চাইলে  http://chaunit.univdhaka.edu ওয়েবসাইটে অথবা মোবাইল ফোন থেকে ১৬৩২১ নম্বরে এসএমএস করে জানতে পারবেন।
এসএমএস করে আসনের অবস্থান জানার পদ্ধতি প্রবেশপত্রে লিপিবদ্ধ আছে। পরীক্ষার ফলাফলও জানা যাবে একইভাবে।
 
পরীক্ষার হলে মোবাইল, ইলেকট্রনিক্স যন্ত্র বা ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে না।
 
ভর্তি পরীক্ষার আসন বণ্টন  
 
রোল নম্বর ১০০১৪৮-১০১৫৪২, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি); ১০১৫৪৩-১০৩৯১৭, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন এবং ১০৩৯১৮-১০৪৯৯৮ ও ৬০৫০৯৬-৬০৫১৬৯, চারুকলা অনুষদ।
 
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১২
এমএইচ/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।