ঢাকা: তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে তারা আজ কাকরাইল মোড়ে নয়, যমুনাগামী সড়কের মুখে অবস্থান নিয়েছেন।
শুক্রবার (১৬ মে) সকালে সেখানে অবস্থান নেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা নানা স্লোগান দিচ্ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সাড়ে ১১টা) শিক্ষার্থীদের পূর্বঘোষিত সমাবেশ শুরু হয়নি।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা আপাতত জনগণের ভোগান্তি এড়াতে একপাশে এসে অবস্থান নিয়েছি। তবে আমাদের আরও শিক্ষার্থী আসছেন। এরপর কাকরাইল মোড় অবরোধ করা হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তারা আরও বলেন, কিছুক্ষণ পরই আমাদের ঘোষিত সমাবেশ শুরু হবে। এ ছাড়া জুমার পর দাবি আদায়ে আমরা গণ-অনশন কর্মসূচি পালন করব।
এদিকে শিক্ষার্থীদের সমাবেশে যোগ দিতে সকাল থেকেই বাসে করে আসছেন শিক্ষার্থীরা। কর্মসূচিকে কেন্দ্র করে আজও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসনবৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করা, বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করা এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করার তিন দফা দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
এমএমআই/আরএইচ