ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

শাবিপ্রবির রেজিস্ট্রার হলেন সৈয়দ ছলিম

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, মে ১৮, ২০২৫
শাবিপ্রবির রেজিস্ট্রার হলেন সৈয়দ ছলিম সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরকে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির। তিনি ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর থেকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (১৮ মে) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।  

এর আগে শনিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের ২৩৬তম সিন্ডিকেট সভায় তাকে স্থায়ীভাবে রেজিস্ট্রার পদে নিয়োগের সুপারিশ করা হয়।

রোববার দুপুরে দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনারা ক্যাম্পাসের দায়িত্বশীল ব্যক্তি, স্বতঃস্ফূর্তভাবে কাজ করবেন। নিজে থেকে সময়মতো অফিসে আসবেন। আমরা সবাই একযোগে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব।

দায়িত্ব বুঝে নেওয়ার সময় রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির বলেন, মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। আমি উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। রেজিস্ট্রার দপ্তরের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ ও দপ্তর থেকেও আমি সহযোগিতা পেয়েছি। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের সঙ্গে একযোগে কাজ করতে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।

এসময় রেজিস্ট্রার দপ্তরের উপ-রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির ১৯৯৪ সালের ২৯ অক্টোবর তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ মহিব উদ্দিন আহমেদের আমলে শাবিপ্রবিতে যোগ দেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে লোকপ্রশাসন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।