ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রথম শ্রেণিতে ভর্তি

ভিকারুননিসায় আসন প্রতি ভর্তিচ্ছু ৯

নিউজডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১২
ভিকারুননিসায় আসন প্রতি ভর্তিচ্ছু ৯

ঢাকা: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০১৩ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য মোট আবেদন জমা পড়েছে ১৩ হাজার ২০০টি।

নিউ বেইলি রোডের মূল শাখাসহ চারটি শাখায় বাংলা ও ইংরেজি মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তির আসন এক হাজার ৪৪০টি।

সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু ৯জন।

এ বছর ভর্তির আবেদন ফরম বিক্রি শুরু হয় ১৪ নভেম্বর। বিক্রি শেষ হয় ১৮ নভেম্বর বিকেলে। ভর্তি ফরমের দাম এবার সরকার নির্ধারিত ২০০ টাকা করেই নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। গতবছর ভর্তি ফরমের দাম নিয়েছিল ৬০০ টাকা। যা ছিল নিয়মবর্হিভূত। খবর এডুকেশনডটনেটের।

সোমবার সকালে অধ্যক্ষ মঞ্জুআরা বেগম সাংবাদিকদের বলেন, “স্কুলের ৪টি শাখায় ভর্তি ফরম বিক্রি হয়েছে ১৩ হাজার ২০০টির কিছু বেশি। সঠিক সংখ্যা মনে নেই। রাউন্ড ফিগার ১৩ হাজার ২০০ই লিখতে পারেন। ভর্তি ফরমের দাম নেওয়া হয়েছে সরকার নির্ধারিত দামেই। ”

তিনি আরো জানান, “প্রথম শ্রেণীতে এ বছরও ভর্তির প্রার্থী বাছাই করা হবে লটারির মাধ্যমে। ”

যে সকল শিক্ষার্থীর জন্ম ১ জুলাই ২০০৬ থেকে ৩০ জুন ২০০৭ এর মধ্যে কেবল তারাই আবেদন করতে পারবে। এর বাইরে কেউ আবেদন করলে বাছাইয়ে বাদ যাবে বলেও জানান তিনি।

লটারি অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে স্কুলের সকল শাখায় নোটিস বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া  প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.vnscbd.net-এর মাধ্যমে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১২
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।