ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুয়েট ছাত্রদলের ওপর হামলায় সুষ্ঠু তদন্ত দাবি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১২

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রলীগের হামলায় ১৪ ছাত্রদল কর্মী আহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে ছাত্রদল কুয়েট শাখা।

সোমবার দুপুর ১টায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান কুয়েট ছাত্রদল শাখার নেতারা।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন কুয়েট ছাত্রদলের সাধারণ সম্পাদক শানিন মুনতাহা।

তিনি বক্তব্যে বলেন, “শুক্রবার গভীর রাতে ফজলুল হক হলের ছাত্রলীগ কর্মী সম্রাট, রন, জিৎ, নয়ন ও হিমেল ডেকে নিয়ে ছাত্রদল কর্মীদের মারধর করেন। এরপরও তারা বর্তমানে ছাত্রদলকে ক্যাম্পাস ছাড়ার হুমকি দিচ্ছেন। ফলে ছাত্রদল কর্মীরা অনেকে ভয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না। ”
 
তিনি আরও বলেন, “ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসে একের পর এক বর্বরতা চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের দুর্বলতায় ও পরোক্ষ সাহায্যে শান্ত পরিবেশের এই কুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের কাছে জিম্মি হয়ে পড়েছেন সাড়ে ৩ হাজার নিরীহ শিক্ষার্থী। ”
 
সংবাদ সম্মেলনে কুয়েট শাখার কর্মীদের ওপর হামলাকারী ও জড়িত সকলের বহিস্কার ও কঠোর শাস্তির দাবিতে ক্যাম্পাসে সকলের নিরাপত্তার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের কুয়েট শাখার সভাপতি শফিউল আজম ফাহিম, সহ-সাধারণ সম্পাদক আহমেদ জারজিস হাসান, অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রনি, সহ-সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার শিকদার।

উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীরা ছাত্রদলের ১৪ কর্মীর ওপর হামলা চালান। এতে ৪ জন ছাত্রদল কর্মী গুরুতর আহত হন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১২
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।