চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় বিদেশে থেকে অংশগ্রহণকারীদের পাসের হার ৮৭ দশমিক ৩৫ শতাংশ। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ৫৪ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছর বিদেশের ৮টি কেন্দ্রে ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪২৭ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩৭৩ জন শিক্ষার্থী। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ৫৪ জন শিক্ষার্থী। মোট পাসের হার ৮৭ দশমিক ৩৫ শতাংশ। ১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়েছেন।
উল্লেখ্য, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এ বছর ফলাফলে পাসের গড় হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
এসসি/এমএম