ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হরতালে রাবিতে শক্ত অবস্থানে পুলিশ: ছাত্রদল ক্যাম্পাসের বাইরে

জনাব আলী, রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
হরতালে রাবিতে শক্ত অবস্থানে পুলিশ: ছাত্রদল ক্যাম্পাসের বাইরে

রাবি: বিএনপিসহ বিরোধী দলের ডাকা মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতালের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগ খোলা থাকলেও কোনো ক্লাস ও পরীক্ষা হয় নি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।



এদিকে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী বিনোদপুরের মণ্ডলের মোড়ে রাস্তায় আগুন জালিয়ে বিক্ষোভ করার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় এবং রাবার বুলেট ছোড়ে । এতে ছাত্রদলের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।

এছাড়া হরতালে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল প্রবেশ করতে পারে নি। তারা ক্যাম্পাসের বাইরে রাবি সংলগ্ন বিনোদপুর, কাজলা এলাকার আশেপাশে অবস্থান নিয়ে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

হরতালে যাতে বিএনপিসহ জোটের কর্মীরা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রভাব ফেলতে না পারে, সে জন্য রাত থেকেই পুলিশের বিশেষ টিম কাজ করছে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর, মেহেরচণ্ডি, কাজলা এলাকায় পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

হরতালের কারণে শিক্ষার্থীদের বহন করা কোনো বাস মঙ্গলবার ক্যাম্পাস থেকে ছেড়ে যায় নি। এতে ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীরা আসতেও পারেননি।   বিভাগ খোলা থাকলেও ক্লাস বা পরীক্ষা হচ্ছে না। তবে স্বাভাবিক রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।

প্রতিদিন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত রাবির টুকিটাকি চত্বর, আমতলা, লিচুতলা, লালন চত্বর, মিডিয়া চত্ত্বর, ইবলিশ চত্বর ও পরিবহন মার্কেট এখন শিক্ষার্থী শূন্য। শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণে ক্যাম্পাসও মঙ্গলবার ফাঁকা। বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোতে রয়েছে পুলিশের সতর্ক অবস্থান।

এদিকে, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ক্যাম্পাসে হরতাল ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তবে তাদের কোনো বিক্ষোভ মিছিল করতে দেখা যায় নি।
রাবি প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘হরতালে ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ’

মতিহার থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানাউল হক জানান, হরতাল উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে শক্ত অবস্থানে রয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।