ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসিতে দ্বিতীয় ও পিএসসিতে চতুর্থ ভিকারুননিসা

মফিজুল সাদিক,স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২

ঢাকা: অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে দ্বিতীয় স্থান অধিকার করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।

এবারের পরীক্ষায় জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৫২৯ জন।

এর মধ্যে মোট পাসের হার ৯৯ দশমিক ৯৩ ভাগ। মোট জিপিএ ৫ পেয়েছে ১০৭২ জন।

ভিকারুননিসায় জিপিএ ৫ পাওয়ার শতকরা হার ৭০ দশমিক ১২ ভাগ। গতবারের চেয়ে জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে ভিকারুননিসা।

২০১১ সালে জেএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে চতুর্থ স্থান অধিকার করেছিল শিক্ষা প্রতিষ্ঠানটি । তবে পাসের হার গতবারের চেয়ে এবার কম। গতবার পাসের হার ছিল শতভাগ।

তবে গতবারের চেয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষা পিএসসিতে খারাপ ফলাফল করেছে ভিকারুননিসা। তবে এবার ঢ‍াকা বোর্ডে তৃতীয় স্থান অধিকার করেছে স্কুলটি।

পিএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৫৫১ জন। পাসের হার শতভাগ। মোট জিপিএ ৫ পেয়েছে ১৪৭৯ জন। জিপিএ ৫ পাওয়ার শতকরা হার ৯৬ ভাগ।

পিএসসি ও জেএসসির সাফল্য সম্পর্কে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম বাংলানিউজকে বলেন, “আমরা সম্মিলিত তিনটি প্রচেষ্টায় এই ভাল ফলাফল করতে পেরেছি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ে। আমরা শিক্ষার্থীদের বিশেষ ক্লাস ও পরীক্ষা নিয়েছি যার জন্যে আমাদের এই সফলতা। ”

তিনি আরো বলেন,“একজন শিক্ষার্থী জেএসসি পরীক্ষা দিতে না পারায় আমরা শতভাগ পাসের হার থেকে বঞ্চিত হয়েছি। ”

তবে পিএসসি পরীক্ষায় দ্বিতীয় স্থান থেকে তৃতীয় হওয়ার কারণ জানতে চাইলে কোনো উত্তর মেলেনি মঞ্জু আরা বেগমের কাছ থেকে।

মঞ্জু আরা বেগম বাংলানিউজকে বলেন,“আমাদের শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ার কারণে ফলাফল উঠানামা করে। ” তিনি আরো বলেন, “ফলাফল একবার উঠবে একবার নামবে এটাই স্বাভাবিক। ”

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
এমআইএস/ সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।