ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৩ অক্টোবর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৩, সেপ্টেম্বর ২৫, ২০২৫
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৩ অক্টোবর

২০২৫ সালের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৩ অক্টোবর, আর শেষ হবে ১৯ অক্টোবর।

এসএম কামাল উদ্দিন হায়দার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

পরীক্ষার ফি ৪০০ টাকা এবং কেন্দ্র ফি ২০০ টাকা। আগামী ১৯ অক্টোবরের মধ্যে অনলাইনে ফরম পূরণ করতে হবে।  

ইতোমধ্যে পরীক্ষার সূচি প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২১ ডিসেম্বর বাংলা, ২২ ডিসেম্বর ইংরেজি, ২৩ ডিসেম্বর গণিত, ২৪ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এমআইএইচ/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।