ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান বসুন্ধরায়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, সেপ্টেম্বর ২৫, ২০২৫
দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান বসুন্ধরায়

বিশ্বমানের সিটি হিসেবে এরই মধ্যে গড়ে উঠেছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা। এতে রয়েছে বিশ্বমানের শিক্ষাব্যবস্থাও।

 দেশের অনেক শীর্ষস্থানীয় ইংলিশ ও বাংলা মাধ্যমের স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয় এই আবাসিক এলাকায় অবস্থিত। ফলে এখানকার বাসিন্দারা তাদের সন্তানদের পড়ালেখা নিয়ে অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারেন।

স্কুল ও কলেজ: আন্তর্জাতিক সব ধরনের সুযোগ-সুবিধা নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় এ বছরই যাত্রা শুরু করেছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। বিশ্বমানের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগসহ আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। এটি বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে ১০ বিঘা জমির ওপর সাততলা স্থায়ী ক্যাম্পাসে অবস্থিত। জাতীয় শিক্ষাক্রমের বাংলা ও ইংলিশ ভার্সন চালু রয়েছে।

প্রতিষ্ঠানটিতে অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের সখ্য গড়ে তুলতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ইন্টার‌্যাক্টিভ লার্নিং প্ল্যাটফর্ম, অনলাইন রিসোর্স এবং ডেটা বেইসের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বব্যাপী তথ্যের সঙ্গে সংযুক্ত থাকতে পারবে। এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিসর বিস্তৃত হবে এবং তারা আরও বেশি দক্ষ হতে পারবে। স্কুলের প্রতিটি শ্রেণিকক্ষ অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সাজানো এবং শীতাতপ নিয়ন্ত্রিত।

বসুন্ধরা স্কুল কর্তৃপক্ষ জানায়, এখানে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন খেলার সুযোগ রাখা হয়েছে; যেমন—ক্রিকেট, ফুটবল, ভলিবল, কাবাডি, সাঁতার ইত্যাদি। স্বনামধন্য প্রশিক্ষক দিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এতে স্কুল মাঠের গণ্ডি পেরিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার জগতে নিজেদের মেলে ধরতে পারবে শিক্ষার্থীরা।

বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যমের স্কুলের ক্ষেত্রেও পিছিয়ে নেই বসুন্ধরা আবাসিক এলাকা। দেশের খ্যাতনামা ইংলিশ মিডিয়াম ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত।

রয়েছে ইংলিশ মিডিয়াম রিভেরি হাই স্কুল, দ্য আগা খান একাডেমি, সানিডেল স্কুল, ইবেনেজার ইন্টারন্যাশনাল স্কুল, প্লেপেন স্কুল, হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলসহ অনেক নামি-দামি শিক্ষাপ্রতিষ্ঠান।

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শাখা রয়েছে এ এলাকায়। রয়েছে বাংলাদেশ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ। এ ছাড়া বসুন্ধরার তিনশ ফিট সড়কের সঙ্গেই রয়েছে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা এবং স্বনামধন্য প্রতিষ্ঠান নেভি অ্যাংকর স্কুল অ্যান্ড কলেজ। এ ছাড়া বসুন্ধরার এভারকেয়ার হসপিটাল গেটসংলগ্ন রয়েছে রয়াল স্কুল ঢাকাসহ একাধিক প্রতিষ্ঠান।

দেশসেরা বিশ্ববিদ্যালয়: এই আবাসিক এলাকায় রয়েছে বিশ্বমানের একাধিক বিশ্ববিদ্যালয়। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), যা বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত। রয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। এ ছাড়া বসুন্ধরার পাশেই স্থাপিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি) ও ইউনাইটেড ইন্টারন্যাশল ইউনিভার্সিটি (ইউআইইউ)। সবগুলো বিশ্ববিদ্যালয়ই বিশ্ব র‌্যাংকিংয়ে জায়গা করে নিয়েছে।

শীর্ষস্থানীয় মাদরাসা: ধর্মীয় শিক্ষায়ও পিছিয়ে নেই বসুন্ধরা আবাসিক এলাকা। দেশের অন্যতম ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ইলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ এখানে অবস্থিত। ‘বসুন্ধরা মাদরাসা’ হিসেবে পরিচিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে সারা দেশ থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করার জন্য আসে। এখানে দ্বীনি শিক্ষা অর্জনে সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া বসুন্ধরা আবাসিক এলাকায় সেন্টার ফর ইসলামিক ইকোনমিকস বাংলাদেশ, মদিনাতুল উলুম মাদরাসা এবং রহমানিয়া মাদরাসা অবস্থিত। আবাসিক এলাকার পাশেই রয়েছে দেশের আরেক স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘জামিয়া মাদানিয়া বারিধারা’। পাশের সাঈদনগরে রয়েছে জামিয়া সাঈদিয়া কারীমিয়া মাদরাসা। এই প্রতিষ্ঠানে রয়েছে ছাত্রীদের জন্য আলাদা শাখা। এখান থেকে ধর্মীয় শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে।

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।