ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দিনাজপুর বোর্ডে সেরা ২০ তালিকায় সৈয়দপুরের ২ স্কুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
দিনাজপুর বোর্ডে সেরা ২০ তালিকায় সৈয়দপুরের ২ স্কুল

নীলফামারী: ২০১৩ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে সেরা বিশের তালিকায় স্থান পেয়েছে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার দু’টি স্কুল।

স্কুল দু’টি হলো সৈয়দপুর সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।



দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বাংলানিউজকে জানান, ৭৭টি জিপিএ-৫ পেয়ে সৈয়দপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ বোর্ডে ৯ম এবং ১০৮টি জিপিএ-৫ পেয়ে সৈয়দপুর ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ১৭তম স্থান পেয়েছে।

এদিকে, নীলফামারী জেলায় সেরা দশের তালিকায় বরাবরের মত এবারো প্রথম স্থানে রয়েছে সৈয়দপুর সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ। স্কুলটির ৮১ জনের মধ্যে ৭৭ জন জিপিএ-৫ পেয়েছে।

এছাড়াও ১৪০ জনের মধ্যে ১০৮টি জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থানে সৈয়দপুর ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ১৯৯ জনের মধ্যে ১২৩টি জিপিএ-৫ পেয়ে তৃতীয় স্থানে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়, ২৯১ জনের মধ্যে ১৫৭টি জিপিএ-৫ পেয়ে চতুর্থ স্থানে সৈয়দপুরের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, ২৬০ জনের মধ্যে ১৩২টি জিপিএ-৫ পেয়ে পঞ্চম স্থানে নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ৪৭ জনের মধ্যে ২৯টি জিপিএ-৫ পেয়ে ষষ্ঠ স্থানে ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ১৮৬ জনের মধ্যে ৯১টি জিপিএ-৫ পেয়ে সপ্তম স্থানে কিশোরগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়, ৫৫ জনের মধ্যে ২৪টি জিপিএ-৫ পেয়ে ডিমলা বৃন্দা রানী উচ্চ বিদ্যালয় অষ্টম স্থানে, ১২২ জনের মধ্যে ৫০টি জিপিএ-৫ পেয়ে নবম স্থানে সৈয়দপুরের সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ এবং ১৭৫ জনের মধ্যে ৫৪টি জিপিএ-৫ পেয়ে দশম স্থানে রয়েছে সৈয়দপুরের আল ফারুক একাডেমি।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।