ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকা বোর্ডে সেরা মনিপুর স্কুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
ঢাকা বোর্ডে সেরা মনিপুর স্কুল

ঢাকা: প্রাথমিক সমাপনী পরীক্ষায় ঢাকা বোর্ডে সবচেয়ে ভালো ফলাফল করেছে মনিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর রয়েছে ন্যাশনাল আইডিয়াল স্কুল।



আর ঢাকা বোর্ডে তৃতীয় অবস্থানে রয়েছে মাইলস্টোন প্রিপারেটরি স্কুল।

এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৮.৫৮। এবতেদায়িতে ৯৫.৮০ শতাংশ।

সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে প্রাথমিক সমাপনী ও এবতেদায়ির ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

দেশের বৃহৎ পাবলিক পরীক্ষা প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে এবার ২৯ লাখ ৬১ হাজার ৩৩১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ২৭ লাখ ৪৫ হাজার ৬১৪ জন।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।