ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজবাড়ীতে বই উৎসব অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৪
রাজবাড়ীতে বই উৎসব অনুষ্ঠিত বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীতে মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব-২০১৪ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা শিক্ষা অফিসের আয়োজনে ৬ষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়।



জেলা শিক্ষা অফিসার মো. সৈয়দ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. আনছারুজ্জামান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খুরশেদুল আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. খবির উদ্দিন, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা খানম, সহকারী প্রধান শিক্ষক সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা মনোয়ারা বেগম, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা খানম, কাজী হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহফুজা খাতুন মলি, অঙ্কুর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক নাইয়ার সুলতানা, শের-ই বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, আরএসকে ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম।

উল্লেখ্য, রাজবাড়ী জেলার ১৫১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭৫টি মাদ্রাসায় এক লাখ চার হাজার ২৭২ জন ছাত্র-ছাত্রীর মধ্যে মোট ১৩ লাখ ৮৯ হাজার ৭৯৭টি পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৪
সম্পাদনা: মাহমুদুল ইসলাম রনি ও রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।