ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৫৩১ শিক্ষাপ্রতিষ্ঠান পুড়িয়েছে সন্ত্রাসীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৪
৫৩১ শিক্ষাপ্রতিষ্ঠান পুড়িয়েছে সন্ত্রাসীরা নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: নির্বাচনের আগে-পরে সন্ত্রাসীরা দেশের বিভন্নস্থানে ৫৩১টি শিক্ষাপ্রতিষ্ঠান পুড়িয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার সকালে ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্থ ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।



মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে সন্ত্রাসীরা সারা দেশের ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়, ৮২টি উচ্চ বিদ্যালয়, ২১টি মাদ্রাসা এবং ৯টি কলেজে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ করেছে। এসব প্রতিষ্ঠান কোনোটি পুরোপুরি, কোনোটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

যে সব শিক্ষাপ্রতিষ্ঠান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোতে শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, বিকল্পভাবে সেগুলোতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া হবে। সরকার ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত শিক্ষার উপযোগী করবে বলে জানান মন্ত্রী।

তিনি স্থানীয় বিত্তবানদেরও ক্ষতিগ্রস্থ শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কার কাজে সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানান।

শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে এলাকার ছাত্র-ছাত্রী, শিক্ষক, গণমানুষের প্রাণের সম্পর্ক। যুগ যুগ ধরে এক একটি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের অক্লান্ত শ্রম, ঘাম, মেধা ও আন্তরিকতায় গড়ে উঠেছে।

মন্ত্রী বলেন, ভোটকেন্দ্র তো একদিনের জন্য, স্কুল-কলেজ সবসময়ের। এগুলো রক্ষা করতে হবে। তিনি স্কুল-কলেজের আশেপাশের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, এলাকাবাসীসহ সর্বস্তরের জনগণকে অশুভ শক্তির হাত থেকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষার আহ্বান জানান।

শিক্ষাপ্রতিষ্ঠানে জামায়াত-শিবির-বিএনপি জোটের নগ্ন হামলায় উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী সরকারের পাশাপাশি সামাজিকভাবে তাদের প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া নাশকতাকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামলকান্তি ঘোষসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পৃথক বৈঠকে শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে আগামী ১৩ জানুয়ারির মধ্যে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৪/আপডেট: ১৩১৬ ঘণ্টা
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।