ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে স্নাতক ভর্তির সাক্ষাৎকার ৩১ জানুয়ারি

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
জবিতে স্নাতক ভর্তির সাক্ষাৎকার ৩১ জানুয়ারি

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তির সাক্ষা‍ৎকার ৩১ জানুয়ারি থেকে শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান শনিবার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।



তিনি বলেন, এ, বি, সি ও ডি ইউনিটের সাক্ষা‍ৎকার ৩১ জানুয়ারি শুরু হবে।

এছাড়া মুক্তিযোদ্ধা কোটাসহ অন্য কোটার শিক্ষার্থীদের সাক্ষাৎকার ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

তবে ‘চ’ ইউনিটের সাক্ষাৎকারের ব্যাপারে ভর্তি কমিটিতে সিদ্ধান্তক্রমে তারিখ নির্ধারণ করা হবে।

একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৬টি বিষয় পছন্দ (সাবজেক্ট  চয়েস) করতে পারবে। সাক্ষাৎকার গ্রহণের সময় প্রার্থীকে অবশ্যই নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে।

ভর্তির জন্য নির্বাচিত প্রার্থিকে ৬ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি হতে হবে।

‘এ’ ইউনিটের সাক্ষাৎকার বিজ্ঞান ভবনে, ‘বি’ ইউনিটের সাক্ষাৎকার কলা অনুষদের ডিন অফিসে (একাডেমিক ভবনের ৭ম তলা), ‘সি’ ইউনিটের সাক্ষাৎকার একাডেমিক ভবনে এবং ‘ডি’ ইউনিটের সাক্ষাৎকার সমাজবিজ্ঞান  ভবনে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।