ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সখীপুরে ৪৪ মেধাবীকে সম্মাননা

উপজলো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
সখীপুরে ৪৪ মেধাবীকে সম্মাননা

সখীপুর (টাঙ্গাইল):  সখীপুরে ৪৪ ক্ষুদে মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করেছে মজিদ স্মৃতি ফাউন্ডেশন।

শনিবার উপজেলার কাপাডামাম উচ্চ বিদ্যালয় মাঠে  প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ নিউজ এজেন্সির সম্পাদক মিজানুর রহমান মজুমদার।



অ্যাডভোকেট আবুল হাশিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ হাইওয়ে জোনের সহকারী পুলিশ সুপার মো. ইয়াকুব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ও মিটসু টেক্সটাইল মিলের চেয়ারম্যান আবদুস সালাম লাবু, শিল্পপতি আবদুর রহমান, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির ফ্যাকালটির মেম্বার ইব্রাহিম হোসেন উজ্জল, ইকবাল গফুর, এনামুল হক, শাহিন আল মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪,
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।