ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উপাচার্য পদত্যাগপত্র জমা দিলেও সচল হয়নি জাবি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
উপাচার্য পদত্যাগপত্র জমা দিলেও সচল হয়নি জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন পদত্যাগপত্র জমা দিলেও সচল হয়নি বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক কার্যক্রম।

উপাচার্যের পদত্যাগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনিক ভবন বন্ধ থাকবে বলে জানিয়েছেন উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনকারী ‘শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’র সদস্য সচিব অধ্যাপক মুহাম্মদ কামরুল আহসান।



গত ২০ নভেম্বর উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি ঘোষণা করে ‘শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ ব্যানারের আন্দোলনকারীরা। পরবর্তীতে গত ১৩ জানুয়ারি অধ্যাপক মো. আনোয়ার হোসেন তার ব্যক্তিগত সচিবের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

এরপর ছয়দিন পার হলেও প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেনি ঐক্য ফোরাম। প্রায় দুই মাস ধরে প্রশাসনিক ভবন অবরুদ্ধ থাকার ফলে বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল ধরণের প্রশাসনিক কাজকর্ম থেমে আছে। ভর্তি সংক্রান্ত জরুরি কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে না জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা।

এছাড়া উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এম এ মতিন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আফসার আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকসহ প্রশাসনিক কর্মকর্তারা দ‍াপ্তরিক কার্যক্রম করতে পারছেন না।

ঐক্য ফোরামের সদস্য সচিব অধ্যাপক মুহাম্মদ কামরুল আহসান বলেন, ঐক্য ফোরামের সাধারণ সভায় সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পদত্যাগ প্রক্রিয়া শেষ হলেই আন্দোলন প্রত্যাহার করে প্রশাসনিক ভবনের অবরোধ তুলে নেওয়া হবে।

উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে এর আগে গত ২০ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রেখেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সে সময় তিনজন শিক্ষক ও একজন শিক্ষার্থীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নিদের্শ অনুযায়ী ৪৩ দিন পর প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষক সমিতি।

পরে ‘সাধারণ শিক্ষক ফোরাম’ ও ‘শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ এর ব্যানারে আন্দোলন শুরু করে আবার প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে আন্দোলনকারীরা।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৩
সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।