ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রকমারিডটকম-এর দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
রকমারিডটকম-এর দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সারাদেশের মানুষের ঘরে ঘরে বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১২ সালের ১৯ জানুয়ারি যাত্রা শুরু করে রকমারিডটকম। দুই বছরের যাত্রা পথে সারা দেশে ৫০ হাজারের বেশি মানুষের কাছে বই পৌঁছে দিয়েছে রকমারিডটকম।



রোববার অনুষ্ঠিত হয়ে গেল রকমারিডটকম-এর দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান।

বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রকাশক, লেখক ও সাংবাদিকসহ উপস্থিত ছিলেন রকমারিডটকম এর শুভানুধ্যায়ীরা।

কুয়োর ব্যাঙের নিয়তি নিয়ে কাটিয়ে জীবন কী পাই, মানুষ হওয়ার মূল্য বুঝবো, একটুখানি স্পেস চাই।

ইন্টারনেটে www.rokomari.com এই ঠিকানায় প্রবেশ করে বাংলাদেশের যে কোনো প্রকাশনীর ৭৫ হাজারের বেশি বইয়ের সংগ্রহ থেকে বেছে নেওয়া যাবে পছন্দের বইটি।

সম্প্রতি  দেশের বাইরে থেকেও বাংলাদেশের বই সংগ্রহ করা যাচ্ছে রকমারিডটকম এর মাধ্যমে।

৫০টি ক্যাটেগরিতে সাজানো রয়েছে বইগুলি। এছাড়াও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ের বইগুলোও সংগ্রহ করা যাবে।

চাইলে যে কোনো ফোন থেকে ১৬২৯৭ নম্বরে ডায়াল করে বইয়ের অর্ডার দেওয়া যাবে। দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে বই সংগ্রহ করা যাবে। যে কোনো সংখ্যক বইয়ের জন্য সার্ভিস চার্জ পড়বে মাত্র ৩০টাকা।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
সম্পাদনা: মাহমুদুল ইসলাম রনি, নিউজরুম এডিটর;এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।