ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

রংপুর: চাকরি স্থায়ীকরণ ও ৯ মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি রেখে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করে তারা।



মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে আবার প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশ করে।

সমাবেশ বক্তারা বলেন, ৯ মাস ধরে ৩৩৮ জন কর্মকর্তা-কর্মচারী কোনো বেতন পাচ্ছেন না। বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করছেন।
 
এ ব্যাপারে কর্মকর্তা-কর্মচারি ইউনিয়নের আহ্বায়ক আতিকুজ্জামান সুমন বলেন, মাননীয় উপাচার্যের ওপর আমাদের আস্তা রয়েছে। আমাদের দাবি, তিনি যেন সবার চাকরি স্থায়ী করে বকেয়া বেতন ভাতা পরিশোধ করে দেন।

বিশ্ববিদ্যালয়ের তথ্য ইনফরমেশন কর্মকর্তা মোহাম্মদ আলী বাংলানিউজকে বলেন, পর্যায়ক্রমে কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ী করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।