ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪
শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য প্রয়োজনীয় জনবল, উপকরণ, পরিকল্পনার সমন্বিত উদ্যোগ না থাকলে এ শিক্ষা কাজে আসবে না বলে মন্তব্য করেছেন প্রধানন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।



তিনি বলেন, ঢাল নেই, তলোয়ার নেই, নিধারাম সর্দার হলে হবে না। শিক্ষায় কি ফল দিচ্ছে সেটাই দেখার বিষয়। শিক্ষায় বিনিয়োগের মতো আর কোনো বিনিয়োগ ভালো হতে পারে না। তাই সরকার শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি বিনিয়োগ করছে। এজন্য সরকারের শিক্ষায় অর্জন বেশি।

শনিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ম বিশ্ববিদ্যালয় দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে ৩১ কোটি নতুন বই তুলে দিয়েছি। বছরের প্রথম দিনে এত শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়ার নজির বিশ্বের কোথাও নেই।

তিনি বলেন, জামায়াত-বিএনপির হরতাল-অবরোধের মাঝেও ১৭ হাজার ট্রাকে স্কুলে স্কুলে বই পৌঁছে গেছে। প্রায় ৫’শ স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা স্কুল পুড়িয়েছে তারা জানোয়ার। কোনো সভ্য দেশের সভ্য মানুষ স্কুল পোড়াতে পারে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালে নির্বাচনী ইশতেহারে রূপকল্প ২০২১ ঘোষণা করেছিল। সেই রূপকল্প গতানুগতিক ছিল না। সেটি পরিকল্পিত ছিল। সুদুর প্রসারী পরিকল্পনা না থাকলে দেশ এগোতে পারে না। তাই সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটো ও যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন- ট্রেজারার ড. জামাল হোসেন, রেজিস্টার ড. আহসান হাবীব, ডিন ড. শেখ আনিছুর রহমান, ডিন ড. মিজানুর রহমান, শিক্ষকদের পক্ষে সহযোগী অধ্যাপক ড. নাসিম রেজা, শিক্ষার্থীদের পক্ষে মাস্টার্সের ছাত্র সঞ্জয় ব্যানার্র্জী বাপ্পা, চতুর্থ বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌস।

এদিকে, বর্ণাঢ্য আয়োজনে ৮ম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। সকাল ১১টায় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার, সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটো ও অ্যাডভোকেট খান টিপু সুলতান, যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসে পিঠা উৎসবের আয়োজন করা হয়।

২০০৭ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশ গেজেট প্রকাশের মধ্যদিয়ে এ বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়। এই দিনটিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদযাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।