ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি শিক্ষককে মারপিঠকারী ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের দাবি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪
জাবি শিক্ষককে মারপিঠকারী ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক গোলাম মইনুদ্দিনকে শারিরীকভাবে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মামুন খানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে শিক্ষক সমিতি। মামুন খান নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগের ৩৫তম ব্যাচের ছাত্র।



শনিবার বেলা ১০টার দিকে শহীদ মিনারের পাদদেশে ‘শিক্ষক সমিতি’র ব্যানারে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ দাবি করেন শিক্ষকরা।

মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য দেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক এ এ মামুন, বর্তমান সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার, সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফ উদ্দিন, অধ্যাপক আমির হোসেন, অধ্যাপক মুহম্মদ হানিফ আলী, অধ্যাপক শামছুল আলম, অধ্যাপক নইম সুলতান, অধ্যাপক এটি এম আতিকুর রহমান, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা মামুন খানকে ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করে তাকে দ্রুত গ্রেফতার ও রাষ্ট্রীয় আইনে বিচারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

২৩ জানুয়ারি বিকেলে সমাজবিজ্ঞান ভবনের নিচে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক গোলাম মইনুদ্দিনকে শারিরিকভাবে লাঞ্ছিত করেন মামুন খান।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।